প্রচ্ছদ

শনিবার সহিংসতায় মৃত্যু হয়েছে আরো অন্তত সাত জনের

  |  ১৬:১২, জুলাই ২০, ২০২৪
www.adarshabarta.com

Manual3 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :
কোটা আন্দোলনে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন ও কারফিউ জারি করা হলেও এর মধ্যেও সহিংসতার ঘটনা ঘটেছে।
কারফিউয়ের প্রথমদিনে ঢাকাতেই অন্তত সাতজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, শনিবার সেখানে সাতজনের মরদেহ পৌঁছৈছে। এর মধ্যে পাঁচজনের মরদেহ এসেছে যাত্রাবাড়ী এলাকা থেকে, যাদের মধ্যে একজন পুলিশ সদস্যের মৃতদেহও রয়েছে। এদের সবাই সহিংসতায় মারা গেছেন।
অন্যদিকে শনিবার দুপুরে সাভারে সহিংসতায় একজনের মৃত্যু হয়েছে।
শনিবার কারফিউ এর মধ্যেই যাত্রাবাড়ি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
এদিকে শনিবার দুপুরে সাভারে প্রায় দুই ঘণ্টা ধরে সহিংসতার ঘটনা ঘটে। ওই ঘটনায় একজন নিহত আর অন্তত ২০ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সকালে বিবিবির সংবাদদাতা রামপুরা, বনশ্রী এলাকায়ও পুলিশকে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করতে দেখেছেন।
এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। (সূত্র: বিবিসি বাংলা)

Manual1 Ad Code
Manual4 Ad Code