প্রচ্ছদ

দ্বিতীয় ধাপে সিলেটের ১০ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

  |  ০৪:২৬, মে ২৩, ২০২৪
www.adarshabarta.com

Manual1 Ad Code

আদর্শবার্তা রিপোর্ট :
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে সিলেট বিভাগের ১০ উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ মে ২০২৪) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। প্রতিনিধিদের পাঠানো খবর-

গোয়াইনঘাট

সিলেটের গোয়াইনঘাটে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে বিজয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী শাহ আলম স্বপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোটরসাইকেল প্রতীতের প্রার্থী ফারুক আহমদ।

জৈন্তাপুর

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জৈন্তাপুরে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী। তার নিকতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কাপ পিরিচ প্রতীকের প্রার্থী প্রবাসী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল গফফার চৌধুরী।

Manual2 Ad Code

কোম্পানীগঞ্জ

কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে আনারস প্রতীক বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ শামীম।

জামালগঞ্জ

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘোড়া প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ।

তাহিরপুর

তাহিরপুরে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে বিজয়ী হয়েছেন উপজেলা যুবলীগ নেতা আফতাব উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কাপ পিরিচ প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

ধর্মপাশা

ধর্মপাশা উপজেলায় চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আনারস প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা দিপা।

Manual6 Ad Code

বিশ্বম্ভরপুর

বিশ্বম্ভরপুর উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘোড়া প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণ।

রাজনগর

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীকে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শাহজাহান খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রওনক আহমদ অপু।

বাহুবল

Manual1 Ad Code

বাহুবল উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন দোয়াত কলম প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসাইন সালেহী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন টেলিফোন প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাই।

Manual2 Ad Code

নবীগঞ্জ

নবীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী চিংড়ি প্রতীকের মুজিবুর রহমান শেফু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘোড়া প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফজলুল হক চৌধুরী সেলিম।

Manual1 Ad Code
Manual5 Ad Code