প্রচ্ছদ

দৈনিক জালালাবাদ’র প্রতিনিধি সম্মেলনে বিভাগীয় কমিশনার: সংবাদপত্র হলো মানুষের ৩য় চোখ

  |  ১৭:২৯, মার্চ ০৭, ২০২৫
www.adarshabarta.com

Manual3 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :
সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন সাংবাদপত্র হলো মানুষের ৩য় চোখ। তাই সংবাদপত্রবিহীন পৃথিবী কল্পনা করা যায় না। তাই সংবাদপত্রের সাথে যারা জড়িত তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ।

তিনি শুক্রবার নগরীর একটি অভিজাত পার্টি সেন্টারে দৈনিক জালালাবাদ এর প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে এবং যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র রিপোর্টার মুনশী ইকবাল।

Manual8 Ad Code

এসময় বিভাগীয় কমিশনার আরও বলেন সংবাদপত্র সমাজ পরিষ্কারে কাজ করে। প্রতিযোগিতায় তারাই টিকে থাকে যারা সততার সাথে উন্নয়নের জন্য কাজ করেন। তিনি সংবাদপত্র ও সাংবাদিক নির্যাতনের প্রসঙ্গ তুলে তার বিচার দাবি করেন এবং হলুদ সাংবাদিকতা প্রতিরোধে সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

Manual6 Ad Code

তিনি বলেন আমরা যে পরিবর্তিত সমাজ গঠন চাইছি তা সততা, নিষ্ঠা, একতা ও দায়িত্বশীলতার সাথেই গঠন সম্ভব। সত্য এসেছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, তা হবেই।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান এবং সিলেট মেট্রোপলিটন কমিশনার মোঃ রেজাউল করিম।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের ডিআইজি বলেন সাংবাদিকরা যদি সঠিক দায়িত্ব পালন করেন তবে অনেক কিছুই সহজে সমাধান হয়ে যায়। আমরা যদি বিবেক ও মেধা খাটিয়ে কাজ করি তবে দেশ এগিয়ে যাবে, আমরাও এগিয়ে যাবো।

বিশেষ অতিথির বক্তব্যে এসএমপি কমিশনার বলেন প্রত্যেক মানুষ দায়িত্বশীল। সত্য প্রকাশে স্বার্থন্বেষী মহলের স্বার্থে আঘাত লাগে। তাই তারা সত্য দমিয়ে রাখতে চায়। এই কঠিন সময়ে দৈনিক জালালাবাদ যে দায়িত্ব পালন করে গেছে তিনি এজন্য সাধুবাদ জানান।

সম্মেলনে স্বাগত বক্তব্যে সম্পাদক মুকতাবিস-উন-নূর ২৪ এর বিপ্লবে সিলেটে বিভাগে সর্বাধিক অবদান রাখা পত্রিকা দৈনিক জালালাবাদ উল্লেখ করে প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি প্রতিনিধিদের অনুসন্ধানী রিপোর্টিং এর দিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে বলেন অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে পাঠকের দোরগোড়ায় পৌঁছানো যায়। এতে দৈনিক জালালাবাদের সহকারী সম্পাদক নিজাম উদ্দীন সালেহ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সর্বশেষ ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নুরুল ইসলাম বাবুল।

Manual3 Ad Code

এসময় সেরা তিন প্রতিনিধি হিসেবে জকিগঞ্জ প্রতিনিধি এখলাছুর রহমান, বড়লেখা প্রতিনিধি আব্দুর রব এবং মালয়েশিয়া প্রতিনিধি আহমেদুল কবিরকে পুরস্কৃত করা হয়। এছাড়া কুলাউড়া প্রতিনিধি এম শাকিল রশিদ চৌধুরীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

Manual6 Ad Code

সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র রিপোর্টার এমজেএইচ জামিল, চীফ ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন, স্টাফ রিপোর্টার মারুফ হাসান, বিজ্ঞাপন ব্যবস্থাপক আব্দুস সাত্তার মুন্না, সার্কুলেশ ম্যানেজার রশিদ আহমদ, সম্পাদনা সহকারী দাইয়ান চৌধুরী, সিনিয়র কম্পিউটার অপারেটর পান্না লাল রায়, গ্রাফিসক ডিজাইনার সালমান আহমদ সোহেল, কম্পিউটার অপারেটর সাদিকুর রহমান সুমন।
প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া প্রতিনিধি এম শাকিল রশিদ চৌধুরী, বড়লেখা প্রতিনিধি আব্দুর রব, জকিগঞ্জ প্রতিনিধি এখলাছুর রহমান, গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল আহাদ, বিশ^নাথ প্রতিনিধি কাজী জামাল উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, কমলগঞ্জ প্রতিনিধি প্রণীত রঞ্জন দেবনাথ, জৈন্তাপুর প্রতিনিধি গোলাম সারওয়ার বেলাল, হবিগঞ্জ প্রতিনিধি সিদ্দিকুর রহমান মাসুম, ওসমানী নগর প্রতিনিধি মুহিব হাসান, কানাইঘাট প্রতিনিধি শাহীন আহমদ চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, রাজনগর প্রতিনিধি শংকর দুলাল দেব, জামালগঞ্জ প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, বিয়ানীবাজার প্রতিনিধি তোফায়েল আহমদ, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি হাসান চৌধুরী, কোম্পানীগঞ্জ প্রতিনিধি আব্দুল জলিল, সুনামগঞ্জ প্রতিনিধি জসিম উদ্দিন, নবীগঞ্জ প্রতিনিধি শাহ সুলতান আহমদ, ছাতক প্রতিনিধি আমিরুল ইসলাম হিরন, দোয়ারাবাজার প্রতিনিধি বজলুর রহমান, দিরাই প্রতিনিধি ইমরান হোসাইন, জগন্নাথপুর প্রতিনিধি আলী আসগর ইমন, জুড়ী প্রতিনিধি মঞ্জুরে আলম লাল, বালাগঞ্জ প্রতিনিধি আমীর আলী, দক্ষিণ সুরমা প্রতিনিধি শরীফ আহমদ, শান্তিগঞ্জ প্রতিনিধি আলাল হোসাইন, শাল্লা আমির হোসেন এবং শাবিপ্রবি প্রতিনিধি হোসাইন ইকবাল।

Manual1 Ad Code
Manual6 Ad Code