প্রচ্ছদ

গণমানুষের সাথে ইফতার করলেন সিলেটের ডিআইজি

  |  ২৩:৫৩, এপ্রিল ০৬, ২০২৪
www.adarshabarta.com

আদর্শবার্তা রিপোর্ট :
সিলেট জেলা স্টেডিয়াম এর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অসহায় দরিদ্র, গরীব-দু:খী খেটে খাওয়া শ্রমজীবী ও গণমানুষের ইফতার করলেন সিলেটের রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম।
বৃহস্পতিবার রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের উদ্যোগে মাসব্যাপী গণইফতারে তিনি বলেন, মুসলিম বিশ্বের জন্য শান্তি, নিরাপত্তা ও কল্যাণের মাস রমজান। দীর্ঘ এগারো মাসে অন্তরে যে মরীচিকা সৃষ্টি হয় তা দুর করতে রমজান মাসের আগমন। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের উদ্যোগে মাসব্যাপী বিপুল মানুষের ইফতারের আয়োজন দেশ বিদেশে দৃষ্টান্ত স্থাপন করেছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ বিপিএম, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা পিপিএম, অতিরিক্ত ডিআইজি নাসির উদ্দিন আহমেদ, এএসপি বায়েজিদ বিন মনসুর, সিলেট জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম, যুগ্ম সম্পাদক হাসিফ আলম চৌধুরী, কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মোস্তাফা ফরিদুল হোসেন কোরেশী (ফরহাদ কোরেশী), বাংলাদেশ মহিলা ক্রিকেটের সহকারী কোচ একেএম মাহমুদ ইমন,সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য আক্কাস উদ্দিন আক্কাই, মাহি উদ্দিন রাসেল, রাফাত মালিক রাফি, সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সহকারী অফিস সেক্রেটারী সুজিত রায়, রিয়াজ উদ্দিন হেলাল, জয়দীপ দাস সুজক প্রমুখ। দোয়া পরিচালনা করেন রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম।