প্রচ্ছদ

কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র সূচনা

  |  ১৬:৪৭, মার্চ ০৯, ২০২৪
www.adarshabarta.com

Manual2 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন ডা. তাহসীন বাহার সূচনা। শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।
শনিবার (৯ মার্চ) সকাল ৮টায় নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোট শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে।
এ নির্বাচনের সকল কেন্দ্রেই ভোটগ্রহণ হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলে দেখা যায়, তাহসীন বাহার সূচনা বাস প্রতীক নিয়ে ১০৫টি কেন্দ্রে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। এ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা সিটির সাবেক দুইবারের মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু টেবিলঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট।
এ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকা কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট আর হাতি প্রতীকের প্রার্থী কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।

Manual1 Ad Code
Manual8 Ad Code