প্রচ্ছদ

মেয়র আরিফের সাথে আনোয়ারুজ্জামান চৌধুরীর সৌজন্য সাক্ষাত

  |  ১৩:১৬, মে ২৯, ২০২৩
www.adarshabarta.com

Manual4 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন আওযামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

Manual6 Ad Code

রোববার (২৮ মে ২০২৩ ইংরেজি) সকালে মেয়র আরিফের কুমারপাড়াস্থ বাসভবনে উপস্থিত হন আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় তাকে স্বাগত জানান মেয়র আরিফুল হক চৌধুরী ও তার স্ত্রী শ্যামা হক। এসময় দুই নেতা শুভেচ্ছা বিনিময় শেষে সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, আরিফুল হক চৌধুরী এবার সিলেট সিটি করপোরেশন নির্বাচন করেছেন না। গত ২০ মে রেজিস্টারি মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রার্থী না হওয়ার ঘোষণা দেন তিনি।

Manual2 Ad Code

৪২ টি ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন ইভিএম-এ। ২৩ মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। এরপর ২৫ মে মনোনয়নপত্র বাছাই করা হয়েছে।

Manual1 Ad Code

রোববার আপিলের শেষ তারিখ ছিলো। ১ জুনের আগে আপিল নিষ্পত্তি করা হবে এবং ওইদিনই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code