প্রচ্ছদ

খোঁজ মিলেছে এলিয়েনদের বাসস্থানের

  |  ১৩:৪৬, জানুয়ারি ৩১, ২০২২
www.adarshabarta.com

Manual6 Ad Code

মহাজাগতিক বয়াপারস্যাপার নিয়ে কৌতূহলের অন্ত নেই, জানার চেষ্টারও শেষ নেই মানুষের।

Manual5 Ad Code

প্রাচীনকাল থেকেই মানুষ জানতে চায় মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণী আছে কি নেই? এবার সেই গবেষণায় নতুন তথ্য মিলল। নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (টিইএসএস) ব্যবহার করে বৈজ্ঞানিকরা মহাকাশে রহস্যময় অবজেক্ট খুঁজে পেয়েছেন।

Manual2 Ad Code

এলিয়েনের পৃথিবী বা গ্রহের যে খোঁজ মিলেছে, তা রয়েছে আমাদের সৌরমণ্ডল অথবা আকাশগঙ্গার বাইরে। হাজার এলিয়েনের পৃথিবীকে খুঁজে পাওয়া গিয়েছে বলে বলা হচ্ছে, তবে আপাতত তাদের নাম দেওয়া হয়েছে টিওআই (TOI) বা টেস্ট অবজেক্টস অফ ইনটারেস্ট এগুলো থেকে কোনো না কোনোভাবে সিগন্যাল পাওয়া যাচ্ছে।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির পোস্ট ডক্টরাল ফেলো মিশেল কুনিমোটো একটি বিবৃতিতে বলেছেন, গত বছর সময় ২৪০০টি টিওআই খুঁজে পাওয়া গিয়েছিল। আজ সেই সংখ্যার দ্বিগুণেরও বেশি পৌঁছেছে।

Manual8 Ad Code

এমআইটি বিজ্ঞানীরা টিইএসএস মিশনের নেতৃত্ব দিচ্ছেন এবং কুনিমোটো ফেইন্ট স্টার সার্চ নামে একটি প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন, যা সম্প্রতি যোগ করা অনেক টিওআইতে অবদান রেখেছে। ২০১৮ সালের এপ্রিলে টিইএসএস চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৭৬টি টিওআই গ্রহ হিসাবে নিশ্চিত করা হয়েছে। যেহেতু প্রাথমিকভাবে একটি টিওআই শনাক্ত করার পর এক্সোপ্ল্যানেট প্রার্থীদের নিশ্চিত করতে আরও বেশি পর্যবেক্ষণ সময় লাগে। তাই বিজ্ঞানীরা আশা করছেন গ্রহ নিশ্চিতকরণ থেকে পিছিয়ে থাকবে।

টিইএসএসএর পূর্বসূরি, কেপলার স্পেস টেলিস্কোপ হাজারটিরও বেশি এলিয়েন প্রার্থীকে চিহ্নিত করেছে। যেগুলো ২০১৩ সালে তার পর্যবেক্ষণগুলো সম্পূর্ণ করা সত্ত্বেও এখনো নিশ্চিত করা যায়নি।

Manual3 Ad Code

উৎসঃ  যুগান্তর

Manual1 Ad Code
Manual2 Ad Code