প্রচ্ছদ

টিকা নিলেন সাড়ে তিন কোটি

  |  ০৪:৫৪, সেপ্টেম্বর ১৪, ২০২১
www.adarshabarta.com

Manual3 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :
সাড়ে তিন কোটি ছাড়িয়েছে দেশে করোনাভাইরাসের টিকাগ্রহীতার সংখ্যা। সোমবার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট তিন কোটি ৫১ লাখ ৬০ হাজার ৮৫০ জন টিকা নিয়েছেন।
তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন দুই কোটি ১১ লাখ ৪০ হাজার ৩৭৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন এক কোটি ৪০ লাখ ২০ হাজার ৪৭২ জন।
গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন তিন লাখ ৮৩ হাজার ৬৮৯ জন। তাদের মধ্যে দুই লাখ ১৮ হাজার ২৬৩ জন প্রথম ডোজ ও এক লাখ ৬৫ হাজার ৪২৬ জন দ্বিতীয় ডোজ।
প্রথম ডোজ গ্রহীতাদের মধ্যে পুরুষ এক লাখ ১৭ হাজার ৯৬০ জন ও নারী এক লাখ ৩০৩ জন। দ্বিতীয় ডোজ গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯২ হাজার ৩৬৬ জন ও নারী ৭৩ হাজার ৬০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এখন পর্যন্ত সারাদেশে টিকার জন্য নিবন্ধন করেছেন চার কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৭৫৯ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে চার কোটি আট লাখ ২৮ হাজার ৫১৪ জন ও পাসপোর্টের মাধ্যমে পাঁচ লাখ ৫৭ হাজার ২৪৫ জন।

Manual1 Ad Code
Manual5 Ad Code