প্রচ্ছদ

৯ মাস পর খুললো আইফেল টাওয়ার

  |  ১৫:৫৩, জুলাই ১৬, ২০২১
www.adarshabarta.com

Manual3 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে খুলে গেলো আইফেল টাওয়ার। ইউরোপের অন্যতম দর্শনীয় এই স্থাপনাটি করোনাভাইরাস প্রকোপের কারণে এতদিন ধরে বন্ধ ছিল। তবে করোনার সংক্রমণ কিছুটা কমে আসায় পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে এটি। খবর সিএনএর।

Manual1 Ad Code

ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা লোহার তৈরি আইফেল টাওয়ারের উচ্চতা ১ হাজার ৫০ ‍ফুট বা ৩২০ মিটার। আইফেল টাওয়ার খুলে দেয়া হলেও এর চূড়ায় যেতে পারবেন সীমিত সংখ্যক দর্শনার্থীরা।

Manual4 Ad Code

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, দিনে আইফেলের চূড়ায় ১৩ হাজার মানুষ উঠতে পারবেন। এই সংখ্যাটা স্বাভাবিক সময়ের চেয়ে অর্ধেক। এসময় শারীরিক দূরত্বসহ অন্যান্য স্বাস্থ্যবিধি পালন করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে আগামী বুধবার থেকে আইফেল টাওয়ারে গেলে দর্শনার্থীদেরকে টিকার প্রমাণপত্র বা করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। ফ্রান্স সরকারের সাম্প্রতিক নির্দেশনার অংশ হিসেবেই এগুলো দেখাতে হবে।

Manual2 Ad Code

উল্লেখ্য, প্রকৌশলী গুস্তাভ আইফেলের নামে তৈরি হওয়া এই টাওয়ারটি ১৮৮৯ সালের ৩১ মার্চ সাধারণের জন্য খুলে দেয়া হয়েছিল। তারপর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আইফেল টাওয়ার কখনও এতদিন বন্ধ থাকেনি।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code