প্রচ্ছদ

২৫ মে থেকে চীনের টিকার প্রথম ডোজ শুরু: স্বাস্থ্যমন্ত্রী

  |  ০৮:৩২, মে ১৭, ২০২১
www.adarshabarta.com

Manual3 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, আগামী ২৫ মে থেকে চীনের টিকার প্রথম ডোজ দেয়া শুরু হবে। এছাড়া ভ্যাকসিনের জন্য আমরা রাশিয়া, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার (১৭ মে) দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর।
এসময় জাহিদ মালেক বলেন, ‘চীনের যে ভ্যাকসিন এসেছে সেটির প্রথম ডোজ আগামী ২৫ মে থেকে দেয়া শুরু হবে। এ ছাড়া আমরা রাশিয়া, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছি ভ্যাকসিনের জন্য। দ্বিতীয় ডোজের জন্য ভারত ও যুক্তরাজ্যের সঙ্গে কথা বলছি। প্রধানমন্ত্রী নিজেও চেষ্টা করেছেন। ভারতের কাছে অর্ডার করেছি ৩ কোটি, পেয়েছি ৭০ লাখ। দ্বিতীয় ডোজ নিয়ে আমরা চিন্তিত।’
তিনি আরও বলেন, ‘যেকোনো ভ্যাকসিন তৈরি করতে হলে ওষুধ প্রশাসনের আবেদন লাগে। যারা আবেদন করে যাচাই-বাছাই করে। আমাদের সিদ্ধান্ত ক্রয়ও করব, প্রয়োজনে উৎপাদন করব। যাদের উৎপাদনের সক্ষমতা আছে তাদের এগিয়ে আসতে হবে। তাদের প্রথমে আবেদন দেখে আমাদের কাছে আসতে হবে। আমাদের কাছে প্রতিবেদন এলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। টিকা উৎপাদন করলেও পাঁচ-ছয় মাসের আগে করা সম্ভব না।’
সূত্র: আরটিভি নিউজ
/ডিএস

Manual1 Ad Code
Manual5 Ad Code