প্রচ্ছদ

দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে সিসিক মেয়রের শোক

  |  ১৬:১১, মে ০৬, ২০২১
www.adarshabarta.com

Manual1 Ad Code

সিলেট অফিস :

সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক দিলদার হোসেন সেলিম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual6 Ad Code

বুধবার (৫ মে) রাতে সিলেট নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। গত মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট মাউন্ড এডোরা হসপিটালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুনগ্রাহি স্বজন রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

Manual5 Ad Code

এক শোক বার্তায় সিসিক মেয়র বলেন, প্রাজ্ঞ এই রাজনৈতিক নানা ক্ষেত্রে দেশের সমৃদ্ধির লক্ষে কাজ করেছেন। সিলেট-৪ আসনের সংসদ সদস্য হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। রাজনীতি ছাড়াও তিনি ছিলেন একজন সফল ক্রীড়া সংগঠক। সিলেট জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।

Manual6 Ad Code

তাঁর এই মৃত্যু দেশ জাতির জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শোক বার্তায় সিসিক মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code