প্রচ্ছদ

এই প্রথমবার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ৪ হাজার ৫০০ কোটি ডলার

  |  ১৬:৪১, মে ০৩, ২০২১
www.adarshabarta.com

Manual1 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

দেশে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৪৫ বিলিয়ন বা ৪ হাজার ৫০০ কোটি ডলার অতিক্রম করেছে। ঈদের আগে প্রবাসীদের পাঠানো আয়ে বড় এই প্রবৃদ্ধি হয়েছে।

Manual6 Ad Code

সোমবার (৩ মে) দিনশেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৫১০ কোটি ডলার।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুত থাকতে হয়। সেই হিসেবে বর্তমান এই রিজার্ভ দিয়ে প্রতি মাসে চার বিলিয়ন ডলার হিসেবে ১১ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

বিশ্বজুড়ে করোনার প্রকোপের মধ্যে দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশিরা বেশি বেশি টাকা পাঠানো শুরু করেছেন। এপ্রিল মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ২০৬ কোটি ডলার, যা বাংলাদেশি টাকায় ১৭ হাজার ৫১০ কোটি টাকা। গত বছরের এপ্রিলে দেশে এসেছিল ১০৯ কোটি ডলার। আর মে মাসের প্রথম দুই দিনে এসেছে ১৫ কোটি ৪০ লাখ ডলার। এর ফলে বৈদেশিক মুদ্রার মজুত বেড়ে ৪৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

Manual7 Ad Code

দেশের ইতিহাসে এক মাসে রেমিট্যান্স প্রবাহে এত বেশি প্রবৃদ্ধি এর আগে কখনই হয়নি। চলতি অর্থবছরের মার্চ মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯১ কোটি ৯৫ লাখ ডলার এবং ফেব্রুয়ারি মাসে ১৭৮ কোটি ডলার রেমিট্যান্স আসে দেশে।

Manual1 Ad Code

(আরটিভি নিউজ)

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code