প্রচ্ছদ

ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা পাকিস্তানের

  |  ১৫:৫৫, এপ্রিল ২৪, ২০২১
www.adarshabarta.com

Manual8 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual4 Ad Code

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ধুঁকছে ভারত। টানা তিন দিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা তিন লাখের ওপর। হাসপাতালগুলোতে অক্সিজেন ফুরিয়ে যেকোনো সময় বিপর্যয়ের আশঙ্কা। এমন পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

Manual5 Ad Code

শনিবার একটি টুইট বার্তায় ইমরান বলেছেন, কোভিড-১৯ এর বিপজ্জনক ঢেউয়ের বিরুদ্ধে লড়াইয়ে আমরা ভারতের জনগণের পাশে দাঁড়াচ্ছি। আমাদের প্রতিবেশী দেশ এবং বিশ্বে মহামারিতে আক্রান্তদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি। আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে এই সংকট মোকাবিলা করতে হবে।’

Manual2 Ad Code

ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক তিন লাখ ৪৬ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। গত তিন দিন ধরে দৈনিক শনাক্তের সংখ্যা তিন লাখের ওপরে রয়েছে। গতকাল মারা গেছেন দুই হাজার ৬২৪ জন।

নজিরবিহীন এই পরিস্থিতিতে গুরুতর করোনা রোগীদের মরিয়া চেষ্টা চালাতে হচ্ছে একটু অক্সিজেন পেতে। এমন অবস্থায় ভারতের দিকে সাহায্যের হাত বাড়াতে টুইটারে অনুরোধ জানাচ্ছেন পাকিস্তানের বহু মানুষ।

Manual4 Ad Code

পাকিস্তানে ‘ভারতের পাশে আছে পাকিস্তান’, ‘ভারতের অক্সিজেন প্রয়োজন’ এমন হ্যাশ ট্যাগও টুইটারে ট্রেন্ড হচ্ছে। তার মধ্যেই ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন ইমরান।

সূত্র: আরটিভি নিউজ

Manual1 Ad Code
Manual4 Ad Code