প্রচ্ছদ

সিলেটে ২৪ ঘণ্টায় শনাক্ত ১৪২, মৃত্যু ২

  |  ১৬:৪৬, এপ্রিল ১২, ২০২১
www.adarshabarta.com

Manual7 Ad Code

সিলেট অফিস :

Manual1 Ad Code

সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০৩ জনে। একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১৪২ জনের।
সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় শানাক্ত ১৪২ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৮১৮ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ৮৭২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬৩৩ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ১৫১ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৬২ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৯৫ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৪ জন ও মৌলভীবাজার জেলায় ১৪ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৭ রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে।
একইদিনে সিলেট বিভাগে ১৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন, যাদের ৯৭ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগের হবিগঞ্জ জেলায় ৩০ জন ও মৌলভীবাজার জেলা থেকে ৯ জন সুস্থ হয়ে উঠেছেন। নতুন করে করোনা থেকে সুস্থ হয়ে উঠা ১৩৬ জনকে নিয়ে বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৬ হাজার ৮৮৪। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৬৩৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৫২ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৭৫১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৪৩ জন।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২ জন। যারা সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৩০৩ জন। এর মধ্যে সিলেট জেলার ২৩৪ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৫ জন।
সিলেটের চার জেলা মিলে ২৩০ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ২১৪ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, হবিগঞ্জে ১০ জন ও ৬ জন মৌলভীবাজারে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ২৪ ঘণ্টায় বিভাগে ১১৭ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code