প্রচ্ছদ

করোনারোধে বলপ্রয়োগ নয়, জনগণকে উদ্বুদ্ধ করতে হবে : আইজিপি

  |  ২০:১১, এপ্রিল ০৪, ২০২১
www.adarshabarta.com

Manual5 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual4 Ad Code

আইজিপি ড. বেনজীর আহমেদ। ফাইল ছবি
করোনাভাইরাস ঠেকাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা ও মন্ত্রিপরিষদ বিভাগের ১১ দফা নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মহা পুলিশপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

Manual5 Ad Code

ড. বেনজীর আহমেদ বলেন, ‘সরকারের নি‌র্দেশনাসমূহ সোমবার থেকে বলবৎ থাকবে। এ সব নির্দেশনা প্রতিপালনে বলপ্রয়োগ নয়, বরং জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।’

Manual1 Ad Code

রোববার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব মহানগর পুলিশ, রেঞ্জ ও জেলার পুলিশ সুপারদের এ নির্দেশ দেন আইজিপি।

আইজিপি বলেন, ‘গত বছরের মতো এবারও খোলা বা উন্মুক্ত স্থানে বাজার বসার ব্যবস্থা করতে হবে। যেসব দোকানপাট খোলা থাকবে সেখানে পূর্ণাঙ্গরূ‌পে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে হবে। বিদেশ থেকে কেউ এলে ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। প্রয়োজনে তাদের অবস্থানস্থল চিহ্নিত করতে হবে।’

ড. বেনজীর আহমেদ বলেন, ‘জরুরি সেবাসমূহ, শিল্প কারখানা এবং গার্মেন্টস খোলা থাকবে। গণপরিবহণ বন্ধ থাকবে। পণ্য পরিবহনকারী যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে।’

Manual8 Ad Code

পুলিশ অফিসার ও ফোর্সকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে আইজিপি বলেন, ‘স্বাস্থ্য সুরক্ষা মেনে দায়িত্ব পালন করতে হবে। করোনা আক্রান্ত রোগী ও মৃতব্যক্তির সংস্পর্শে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই পিপিই, ফেসশিল্ড, মাস্ক ইত্যাদি সুরক্ষা সামগ্রী যথাযথভাবে পরিধান করতে হবে।’

সে সময় পুলিশের সব স্থাপনায় প্রবেশের ক্ষেত্রে ‘নো মাস্ক নো এন্ট্রি’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন আইজিপি। একই সঙ্গে পুলিশের সব স্থাপনা নিয়মিত জীবাণুমুক্ত করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

Manual1 Ad Code
Manual8 Ad Code