প্রচ্ছদ

বিএনপির সব কর্মসূচি স্থগিত

  |  ২০:০৮, মার্চ ৩১, ২০২১
www.adarshabarta.com

Manual7 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

দেশে চলমান করোনা পরিস্থিতি বিবেচনা করে বিএনপি তাদের সকল কর্মসূচি স্থগিত করেছে। বুধবার (৩১ মার্চ) দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

Manual1 Ad Code

বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে আগামী ১ এপ্রিল থেকে বিএনপির সকল কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।

Manual5 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক গণমাধ্যমকে বলেন, সরকারের উদাসীনতার কারণে করোনার সংক্রমণ ঊর্ধ্বগতি হয়েছে। জনগণের সার্বিক দিক বিবেচনা করে স্বাস্থ্যবিধি ভঙ্গ হয় এমন কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তবে জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, আগামীকাল ১ এপ্রিল যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সম্মিলিতভাবে ডাকা সারাদেশে যৌথ বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে। তিন সংগঠনের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে এই স্থগিতের কথা জানানো হয়।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code