প্রচ্ছদ

সাধারণ ছুটি বা লকডাউনের সিদ্ধান্ত হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

  |  ১০:৪১, মার্চ ২৪, ২০২১
www.adarshabarta.com

Manual4 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual4 Ad Code

দেশে আশঙ্কাজনকহারে সংক্রমণ বেড়ে চলায় সরকার গভীরভাবে উদ্বিগ্ন; তবে এ কারণে কোনো ধরনের সাধারণ ছুটি বা লকডাউনের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

পাশাপাশি মন্ত্রী আরও বলেন, ‘করোনার সংক্রমণ বেড়ে চলেছে। জরুরিভিত্তিতি করোনা সংক্রমণের উৎপত্তিস্থল যেমন- পর্যটন এলাকা ও সামাজিক অনুষ্ঠান নিয়ন্ত্রণ করতে হবে।’

Manual5 Ad Code

আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমানে যেভাবে করোনা রোগী বাড়ছে, এটি অব্যাহত থাকলে আমাদের বিদ্যমান ব্যবস্থপনা কুলাবে না। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

Manual8 Ad Code

অনেকে মনে করছেন, টিকা নিলেই নিরাপদ। বিষয়টি এমন নয়। টিকা নিলেও করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান জাহিদ মালেক। তিনি বলেন, ‘আমাদের দেশে করোনায় শনাক্তের হার ছিলো দুই শতাংশ। গতকাল (মঙ্গলবার) পর্যন্ত এটি বেড়ে ১৩ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। এটি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। আমাদের এখনই সতর্ক হতে হবে।’

সাধারণ ছুটি বা লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সর্বোচ্চ পর্যায় থেকে এমন কোনো সিদ্ধান্ত হলে পরে জানিয়ে দেব। এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো অর্ডার পাশ করে না।’

Manual2 Ad Code

জাহিদ মালেক আরও বলেন, ‘আমরা পরীক্ষা নিচ্ছি। স্বাস্থ্যবিধি ও সেবায় বেশি নজর দিচ্ছি। যে সব জায়গায় করোনা বাড়ছে সেগুলো আমরা তুলে ধরেছি। সেসব জায়গা নিয়ন্ত্রণ করতে পারলে সংক্রমণ বাড়বে না। তাই করোনার উৎপত্তিস্থল বন্ধ করতে হবে।’

Manual1 Ad Code
Manual3 Ad Code