প্রচ্ছদ

ঢাকাদক্ষিণ বাজারে সরকারি পুকুরে জেলা পরিষদের মার্কেট নির্মাণের পরিকল্পনা বাতিল দাবী

  |  ০৭:২৭, ফেব্রুয়ারি ২৫, ২০২১
www.adarshabarta.com

গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঢাকাদক্ষিণ বাজারের মধ্যবর্তী স্থানে অবস্থিত সরকারি পুকুরে জেলা পরিষদের মার্কেট নির্মাণের পরিকল্পনা বাতিল এবং পুকুর সংস্কারের নামে নির্মিত দেয়াল অপসারণ করে পুকুরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবী জানিয়েছেন ৭১ এর বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, সাধারন সম্পাদক লিমন মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, কোষাধ্যক্ষ আজিজুর রহমান প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, বাজারের একমাত্র প্রাচীন সরকারি পুকুরটির একপাশে ঢাকাদক্ষিণ কালিদা প্রসাদ দাতব্য চিকিৎসালয় এবং অপরপাশে জেলা পরিষদ এর ডাক বাংলো অবস্থিত। এই পুকুর থেকে একসময় মানুষের পানীয় জলের সংস্থান হত। হাসপাতালের রোগীদের ব্যবহার ও চিকিৎসায়, বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের পানির চাহিদা পূরণ হত এই পুকুর হতে। পুকুরের পানি যাতে কোন ভাবেই নষ্ট না হয় সে জন্য পুকুরের উপরে স্টিলের সিঁড়ি দিয়ে সেখানে শিকলের মাধ্যমে বালতি ঝুলানো ছিল। মানুষ বালতি দিয়ে পানি তুলে খাওয়া সহ সকল ধরনের প্রয়োজনে ব্যবহার করতেন। কালের বিবর্তনে পুকুরের ব্যবহারের সাথে সাথে এর গুরুত্ব বেড়েছে বহুগুন। এমনিতেই প্রাকৃতিক জলাশয় হারিয়ে যাচ্ছে। এই অবস্থায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং দ্রুত পানির সংস্থান করতে পুকুরটি এখনও আরো গুরুত্বপূর্ণ। বাজারে কোনভাবে যদি আগুন লাগে তবে দ্রুত পানি পাওয়ার একমাত্র উৎস এই পুকুরটি।

তারা অবিলম্বে পুকুরটি সংস্কার করে স্বাভাবিক অবস্থা ফিরে আনার জোর দাবী জানান।