প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা “বিজয় দিনে”

  |  ০৯:২৭, ডিসেম্বর ১০, ২০২০
www.adarshabarta.com

Manual1 Ad Code

বিজয় দিনে

Manual3 Ad Code

সুফিয়ান আহমদ চৌধুরী

রঙ তুলিতে আঁকছে খোকা
বিজয় দিনের ছবি
সেই ছবিতে উঠছে ভেসে
শ্যামল বরণ সবই।

সবুজ মাঠে পাকা ধান আর
গাছের ডালে পাখি
কাজল বিলে শাপলা হাসে
ডাহুক উঠে ডাকি।

Manual3 Ad Code

ভোর বিহানে সূর্য্যি মামার
মনটা ছোঁয়া হাসি
ছুটছে রাখাল মাঠের পানে
হাতে মাদল বাঁশি।

গাঁয়ের বধূ কলসি কাঁখে
লাজুক পায়ে হাঁটে
খোকন সোনা রৌদ্রে বসে
মন দিয়েছে পাঠে।

বিজয় নিশান উড়ছে কেমন
বিজয় মিছিল যায়
বিজয় ব্যানার সামনে নিয়ে
জয়ের গান গায়।

সবুজ দেশে সবুজ শোভা
আনন্দে মন রাঙা
বিজয় দিনে খুশির বান
দেশটা কত চাঙা।

Manual2 Ad Code

বিজয় দিনে দুঃখটা ভুলে
শ্লোগান কন্ঠে ধরে
মুক্তিসেনার বীর কাহনী
খুশিতে খোকা পড়ে।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code