প্রচ্ছদ

রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ শুরু

  |  ১০:২১, ডিসেম্বর ০৪, ২০২০
www.adarshabarta.com

Manual6 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual8 Ad Code

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ-২০২০। এটি চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

Manual2 Ad Code

সেবা ও নিরাপত্তা সপ্তাহ পালনে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে সাত এবং পশ্চিমাঞ্চলে ১১ টাস্কফোর্স গঠন করা হয়েছে। সংবাদ সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

নির্ধারিত উদ্বোধনী স্টেশন—ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, সান্তাহার, ঈশ্বরদী, পার্বতীপুর ও লালমনিরহাট থেকে সংশ্লিষ্ট সেকশনের দায়িত্বপ্রাপ্তরা টাস্কফোর্সের কার্যক্রম পরিচালনা করবেন।

সপ্তাহের কার্যক্রমের মধ্যে থাকছে—গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে যাত্রীদের চকলেট ও ফুলেল শুভেচ্ছা প্রদান; কোভিডকালে স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিতকরণ; রেলওয়ের হাসপাতালসংলগ্ন গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান; রেলওয়ে স্টেশন ও স্টেশন অঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা; ট্রেনগুলোর সময়ানুবর্তিতা নিশ্চিত করা; যাত্রীদের নিরাপত্তা সম্পর্কিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; স্টেশনের ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা আপডেট রাখা এবং প্ল্যাটফরম, প্যাসেঞ্জার লাউঞ্জ, ওয়েটিং রুম, রিটায়ারিং রুম ও টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।

সেইসঙ্গে ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ; যাত্রী অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ; যাত্রীদের প্রতি সৌজন্যমূলক আচরণ প্রদর্শন; সব কর্মচারীর কর্মস্থলে সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিতকরণ; গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে অনুসন্ধান ও পাবলিক অ্যাড্রেস সিস্টেম সচল ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা; স্টেশনে প্রতারক, টিকেট কালোবাজারি ও অন্যান্য অবাঞ্ছিতদের প্রবেশ প্রতিহত করা; স্টেশন ও ট্রেনে রক্ষিত ফাস্ট এইড বক্স সংরক্ষণ ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা এবং ভেন্ডিং শপ ও ক্যাটারিং সার্ভিসে বিক্রিত খাদ্যের মূল্য ও মান বজায় রাখা।

কার্যক্রমের মধ্যে আরো থাকছে—ট্রেনে কর্তব্যরত কর্মচারীদের পোশাক-পরিচ্ছদ, আতিথেয়তার মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা; যাত্রীদের নিরাপত্তা রক্ষায় রেলওয়ে পুলিশের তৎপরতা বৃদ্ধি; নারী, প্রতিবন্ধী, বয়স্ক ও শিশু যাত্রীদের স্বাচ্ছন্দ্য চলাচলসহ সিঁড়ি ও হুইল চেয়ারের ব্যবস্থা নিশ্চিত করা; মালামাল বুকিং, বোঝাই ও খালাসের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীদের বিশেষ যত্নবান হওয়া; সব ধরনের মালামাল নিরাপদে গন্তব্যে প্রেরণ নিশ্চিত করা এবং টিকেট কালোবাজারি প্রতিরোধ ও স্বাচ্ছন্দ্যভাবে টিকেট প্রাপ্তি নিশ্চিত করণে ব্যবস্থা গ্রহণ করা।

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারের নির্দেশনা মোতাবেক ট্রেনে চলাচলরত যাত্রীদের আবশ্যিকভাবে মাস্ক পরিধান করার বিষয়টিও নিশ্চিত করতে টাস্কফোর্স মনিটরিং করবে।

Manual1 Ad Code

রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহের মাধ্যমে যাত্রীদের রেলওয়ে আইনের গুরুত্বপূর্ণ ধারা, যাত্রীর অধিকার ও কর্তব্য (সিটিজেন চার্টার) এবং রেলওয়ের বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করার জন্য প্রয়োজনীয় সংখ্যক ব্যানার ও লিফলেটের মাধ্যমে যাত্রী এবং রেল কর্মচারীদের মধ্যে ব্যাপক সচেতনতা নিশ্চিত করা হবে।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code