প্রচ্ছদ

বাংলা চ্যানেল পাড়ি দিলেন ৪০ জন সাঁতারু

  |  ১৮:৪৩, নভেম্বর ৩০, ২০২০
www.adarshabarta.com

Manual8 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual3 Ad Code

বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল পাড়ি দিলেন ৪০ জন সাঁতারু। এর মধ্যে তিনজন ছাড়া বাকিরা সবাই সফলভাবে চ্যানেলটি পাড়ি দিয়েছেন। এতে বিদেশিসহ এবার সর্বোচ্চ ৪৩ সাঁতারু অংশ নিয়েছিলেন।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপ জেটি থেকে শুরু হয় সাঁতার। বঙ্গোপসাগরের বাংলা চ্যানেলের ১৬.১ কিলোমিটার পথ সাঁতরে পৌঁছায় সেন্ট মার্টিন দ্বীপের জেটিতে। ১৫তম বাংলা চ্যানেল সাঁতারের আয়োজক ছিল ‘অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা’।

পাঁচ ঘণ্টা ৫০ মিনিট সময় নিয়ে সাঁতারে প্রথম হয়েছেন রাব্বি রহমান। তিনি সেন্ট মার্টিন দ্বীপের জেটিতে পৌঁছেন ৩টা ২০ মিনিটে। এছাড়া ৩টা ৩১ মিনিটে সাইফুল ইসলাম রাসেল ও ৩টা ৩৫ মিনিটে পৌঁছে সুজা মোল্লা তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেন।

Manual2 Ad Code

কক্সবাজারের টেকনাফের শাহ পরীর দ্বীপ থেকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের বঙ্গোপসাগরের এ জলপথটির নাম ‘বাংলা চ্যানেল’। এই বাংলা চ্যানেলটি পাড়ি দিতে প্রতি বছর সাতারুদের নিয়ে আয়োজন করে থাকেন ‘অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা।

Manual1 Ad Code

আয়োজকরা জানায়, বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার এই সাঁতারের আয়োজনটি গত মার্চ মাসে হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। এবার চ্যানেল সাঁতারের আন্তর্জাতিক নিয়ম মেনে এই আয়োজন করা হয়। সাঁতারুরা ফ্রি হ্যান্ড সুইমিং করেন। নিরাপত্তার জন্য প্রত্যেক সাঁতারুর সঙ্গে একটি করে উদ্ধারকারী নৌকা ছিল। এছাড়া বাংলাদেশ কোস্টগার্ডের সার্ভিস বোট, জরুরি নৌকা ও ডুবুরিরা সঙ্গে ছিল।

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে প্রতি বছর এই আয়োজনটি হয়ে আসছে। এবারের ১৫তম আসরে ৪৩ সাঁতারুর মধ্যে একজন বিদেশি, দুজন নারী ও দুজন পুলিশ কর্মকর্তাও ছিলেন। গত বছর ৩১ সাঁতারু বাংলা চ্যানেল পাড়ি দেন।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code