প্রচ্ছদ

দুই মাস সূর্য উঠবে না আলাস্কার উটকিয়াকভিকে

  |  ১৭:১৩, নভেম্বর ২২, ২০২০
www.adarshabarta.com

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা :

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উটকিয়াকভিকের বাসিন্দারা আগামী দুই মাসের জন্য সূর্যকে বিদায় জানিয়েছেন।

স্থানীয় সময় ১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুর থেকেই এই অঞ্চলে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। মূলত উত্তর আর্কটিক বৃত্তে অবস্থিত এই অঞ্চলটি অন্ধকারাচ্ছন্নতার সময়ে প্রবেশ করেছে, যাকে মেরু রাত বা পোলার নাইট বলা হয়।

আবহাওয়াবিদরা বলছেন, আর্কটিক বৃত্তে অবস্থিত যেকোনো অঞ্চলের জন্য মেরু রাত স্বাভাবিক ঘটনা। প্রতিবছর শীত এলেই বেশ কিছুদিনের জন্য এ রকম অন্ধকারেই থাকে এই অঞ্চলগুলো।

৪ হাজার বাসিন্দার ওই শহরের মানুষজন পরবর্তী ৬৫ দিনের জন্য অন্ধকারে থাকার প্রস্তুতি নিয়েছেন। মেরু অঞ্চলের কাছাকাছি অবস্থান হওয়ায় দীর্ঘতম রাতের আঁধারের তলিয়ে যায় শীতল শহর আলাস্কা। এই সময়ে সূর্য না থাকায় অঞ্চলটি বরফে ঢেকে যায়।

শীতকালে পৃথিবী তার অক্ষ বরাবর কিছুটা হেলে পড়ে। এ কারণে শীতকালের ২ মাস পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের আলো পড়ে না। তবে একেবারেই অন্ধকার থাকবে না উটকিয়াকভিক। হেলোজিনের মতো আলো-আঁধারিতে ডুবে থাকবেন বাসিন্দারা।

শীতকালে যেমন টানা দুই মাস রাত থাকে, গ্রীষ্মের সময়ও একই রকম দুই মাসের জন্য টানা দিন থাকে এখানে। এ পরিস্থিতিকে বলা হয় মিডনাইট সান বা পোলার ডে।