প্রচ্ছদ

বাংলাদেশ স্কাউটস বিশ্বনাথ উপজেলার ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

  |  ১৫:১১, নভেম্বর ২০, ২০২০
www.adarshabarta.com

Manual1 Ad Code

সিলেট অফিস :

বাংলাদেশ স্কাউটস সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ত্রৈবার্ষিক কাউন্সিল সভা ১৯ নভেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ (বৃহস্পতিবার) বেলা ২ টা ৩০ মিনিটে উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

এতে সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি বর্ণালী পাল এবং সঞ্চালনা করেন উপজেলা স্কাউটস এর নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজমুল ইসলাম।

সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্কাউটস সহকারী পরিচালক আতাউর রহমান শুভ, জেলা সহকারী কমিশনার জাহেদুল আম্বিয়া কার্জন, স্কাউটস ব্যক্তিত্ব ইসমাইল আলী বাচ্চু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, রামসুন্দর সরকারী অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ প্রমুখ।

উক্ত সভায় প্রস্তাব সমর্থনের ভিত্তিতে আলোচনা সাপেক্ষে, সর্বসন্মতিতে আগামী ৩ বছরের জন্য প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে।

প্রতিনিধিবৃন্দের নামের তালিকা হলো :

Manual3 Ad Code

সভাপতি: বর্ণালী পাল (উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বনাথ সিলেট),
সমীর কান্তি দেব (উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বনাথ, সিলেট), মহিউদ্দিন আহমদ
(উপজেলা শিক্ষা কর্মকর্তা বিশ্বনাথ, সিলেট),
আবদুল আজিজ (প্রধান শিক্ষক, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় বিশ্বনাথ, সিলেটে), আলা উদ্দিন (প্রধান শিক্ষক দশঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়), নুরুজ্জামান খান
(প্রধান শিক্ষক, একলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়),

কমিশনার (সুপারিশ কৃত) নেহারুন নেছা
(অধ্যক্ষ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ), সম্পাদক: নজমুল ইসলাম
(সিনিয়র শিক্ষক, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়), যুগ্ম সম্পাদক: শামছ উদ্দিন (প্রধান শিক্ষক, কালিজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়),

Manual8 Ad Code

গ্রুপ সভাপতি:
ইকবাল হোসেন (প্রধান শিক্ষক, সিংগেরকাছ -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়), কবির উদ্দিন
(প্রধান শিক্ষক, বিশ্বনাথ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়), ফখর উদ্দিন (প্রধান শিক্ষক, একলিমিয়া উচ্চ বিদ্যালয়), ফারুক ইকবাল (প্রধান শিক্ষক, প্রগতি উচ্চ বিদ্যালয়)।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code