প্রচ্ছদ

৪৩ লাখ টাকায় বিক্রি হলো জুতা

  |  ১১:৪০, নভেম্বর ১৭, ২০২০
www.adarshabarta.com

আদর্শবার্তা ডেস্ক :

আড়াইশ বছর আগের জুতা। মানের বিচারে খুব সাধারণ হলেও ছাগলের চামড়া দিয়ে তৈরি এ জুতার আলাদা তাৎপর্য রয়েছে। আর সে জন্যই ওই জুতাটি নিলামে বিক্রি হয়েছে ৫১ হাজার ডলারে, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৪৩ লাখ টাকায়।

ফ্রান্সের সর্বশেষ রানী মারি আঁতোয়ানেতের জুতা এটি। ফ্রান্সের ভার্সেইলসে গত রোববার জুতাটি নিলামে তোলা হয়। নিলাম হাউস কর্তৃপক্ষের ধারণা ছিল, ১০ থেকে ১২ হাজার ডলার পর্যন্ত দাম উঠতে পারে এই জুতার। কিন্তু নিলামে তোলার পর থেকেই সারা বিশ্ব থেকে ডাক উঠতে থাকে। শেষ পর্যন্ত জুতাটি বিক্রি হয় ৪৩ লাখ টাকায়। তবে যিনি এই জুতা সংগ্রহে রেখেছিলেন, তাঁর নাম প্রকাশ করা হয়নি।

সাদা রংয়ের এ জুতাটি লম্বায় ৮ দশমিক ৮ ইঞ্চি। জুতার ওপরে চারটি রিবন রয়েছে।

ফ্রান্সের ষোড়শ রাজা লুইয়ের স্ত্রী মারি-আঁতোয়ানেতে ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানী ছিলেন।