প্রচ্ছদ

আর হচ্ছে না এবছরের ফরাসি ফুটবল লিগ

  |  ২২:১১, এপ্রিল ২৮, ২০২০
www.adarshabarta.com

Manual3 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

ফ্রান্সে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কর্তৃপক্ষ সব ধরনের স্পোর্টস নিষিদ্ধ করার পর স্থগিত হয়ে যাওয়া ফরাসী ফুটবল লিগ সেপ্টেম্বরের আগে আর শুরু হচ্ছে না।

ফরাসী প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ বলেছেন, এর ফলে ২০১৯-২০ ফুটবল মওসুম শেষ হয়ে গেল।

এই সিদ্ধান্তের কারণে এবছরের জন্য লিগ ১ ও লিগ ২ দুটোরই সমাপ্তি ঘটলো।

Manual2 Ad Code

ফ্রান্সে ফুটবল পরিচালনাকারী সংস্থা আশা করেছিল যে তারা ১৭ই জুন থেকে এই দুটো লিগ শুরু করে ২৫শে জুলাই এর মধ্যে শেষ করে ফেলতে পারবে।

Manual3 Ad Code

করোনাভাইরাসের প্রকোপের মুখে ১৩ই মার্চ ফুটবল লিগ স্থগিত করা হয়।

Manual1 Ad Code

লিগ ওয়ানে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন পারি সা জার্মা। তার থেকে ১২ পয়েন্ট পিছিয়ে রয়েছে মার্সেই।

ছবি : ফরাসী ফুটবল ক্লাব পারি সা জার্মা।
বিবিসি বাংলা।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code