প্রচ্ছদ

বার্সা ছাড়তে এবার ফিফার অনুমতি চাইলেন মেসি

  |  ০৮:২১, আগস্ট ২৭, ২০২০
www.adarshabarta.com

Manual8 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনা ছাড়তে সব রকম ব্যবস্থাই নিচ্ছেন লিওনেল মেসি। দলবদল নিয়ে কিছু জটিলতা থাকায় এবার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দ্বারস্থ হলেন তিনি। দলবদলের জন্য ফিফার কাছে প্রাথমিক অনুমতি চাইলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

Manual8 Ad Code

বিশ্বের অন্যতম বড় স্পোর্টস নেটওয়ার্ক বেইন স্পোর্টসের ক্রীড়া সাংবাদিক ত্রানকেদি পালমেরি বিষয়টি জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, ফিফার কাছে দলবদলের প্রাথমিক অনুমতিপত্র চেয়েছেন মেসি। তারমানে বিনা মূল্যে দলবদল করতে চান আর্জেন্টাইন তারকা।

Manual1 Ad Code

বার্সা ছেড়ে মেসি ঠিক কোথায় যাবেন সেটা এখনো নিশ্চিত নয়। তবে বিভিন্ন ক্লাবের নাম উঠে আসছে। এ ক্ষেত্রে সবার আগে আসছে ম্যানচেস্টার সিটির নাম। মেসির নিজেরও ইচ্ছে নাকি পুরোনো কোচ পেপ গার্দিওয়ালার অধীনে আবারও খেলার। যদিও ম্যানসিটি কোচ বেশ কয়েকবার জানিয়েছেন, ইংলিশ ক্লাবটির জার্সিতে মেসিকে দেখার সম্ভাবনা কম।

তবে এবারের পরিস্থিতি ভিন্ন। মেসি নিজেই বার্সা ছাড়তে চান। আর তাঁর পছন্দের তালিকায় নাকি আছে ম্যানসিটির নাম।

Manual3 Ad Code

এদিকে ম্যানসিটি ছাড়াও মেসিকে পাওয়ার দৌড়ে আছে পিএসজি, ইন্টার মিলান, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের মতো ক্লাবগুলো। তবে আর্জেন্টাইন তারকাকে পেতে মোটা অঙ্কের টাকা ব্যয় করতে হবে আগ্রহী ক্লাবগুলো। কারণ মেসিকে পেতে ৭০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাত হাজার ১০ কোটি ৬২ লাখ টাকার বেশি। সবকিছুর হিসাব-নিকাশ মেলাতে ঘুম হারাম হচ্ছে আগ্রহী ক্লাবগুলোর।

এখানেই শেষ নয়। মেসি চাইলেও বার্সা ছাড়তে অনেক জটিলতা আছে। চুক্তিপত্র অনুযায়ী, গত ১০ জুনের মধ্যে মেসি তাঁর ইচ্ছের কথা জানালে তিনি বিনা ফিতে ক্লাব ছাড়ার সুযোগ পেতেন। তবে করোনার কারণে মৌসুম পেছানোয় এই শর্তের কার্যকারিতা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হতে পারে। যদি বাড়ানো না হয় তাহলে লড়াইটা আদালতেও গড়াতে পারে।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code