প্রচ্ছদ

ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো পিএসজি

  |  ২২:২৪, মে ৩১, ২০২৫
www.adarshabarta.com

Manual4 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :
ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নদের গোলবন্যায় ভাসিয়ে দিয়ে প্রথমবারের এ জয়ের আনন্দে ভাসল লুইস এনরিকের দল।
শনিবার (৩১ মে ২০২৫) রাতে মিউনিখের মাঠে ফের নতুন কোনো দল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো।
একপেশে এক ম্যাচে ইন্টারকে ৫-০ গোলে হারিয়ে নিজেদের ট্রফি ক্যাবিনেটে পিএসজি যোগ করল নতুন এক শিরোপা। সেইসঙ্গে নিশ্চিত হলো তাদের ট্রেবল শিরোপাও। একসময় লিওনেল মেসি, নেইমার এবং এমবাপ্পেকে নিয়ে যা করতে পারেনি পিএসজি, এবার সেটাই তারা করেছে ডেম্বেলে, হাকিমি, ভিতিনহা, কাভারাৎসখেলিয়া কিংবা দিজেরে দুয়েদের নিয়ে। 

Manual1 Ad Code
Manual5 Ad Code