প্রচ্ছদ

সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন

  |  ১৬:১০, অক্টোবর ১৩, ২০২৪
www.adarshabarta.com

Manual4 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি রাগীব আলী ও সাধারণ সম্পাদক হয়েছেন মিফতাহ সিদ্দিকী। বৃহস্পতিবার সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিসার মো. নূর হোসেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৬১ বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অনুমোদন করেন।

Manual6 Ad Code

নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সহ-সভাপতি আফসর আহমদ, আব্দুল জব্বার জলিল, আব্দুল হাই, আব্দুর রহিম, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, ফখরুল ইসলাম ফারুক, সিদ্দিকুর রহমান, হুসেন আহমদ, বিশ্বজিৎ দে রায়, জাবেদ আহমদ, যুগ্ম সম্পাদক সারোয়ার চৌধুরী, জহিরুল কবির চৌধুরী শিরু, ফখরুছ সালেহিন নাহিয়ান, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ নানু, দেওয়ান সাকিব, কোষাধ্যক্ষ আক্কাস উদ্দিন আক্কাই, প্রচার সম্পাদক সাজ্জাদুর রহমান, সমাজসেবা সম্পাদক মাহবুর আলম মিসবাহ, দপ্তর সম্পাদক সোহেল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক পলাশ কর, সদস্য আরিফুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম বাসন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জানে আলম নুরি রাহেল, ডা. আযহারুল ইসলাম রানা, দুলাল আহমদ, ফাত্তাহ বকসি, আব্দুস সামাদ, আব্দুল মুমিন মামুন, আহাদ চৌধুরী শামীম, শফিকুর রহমান, জমির উদ্দিন, ইমরান আজাদ, কবির উদ্দিন, জামিল আহমদ, আব্দুল কাদির, নাজিম উদ্দিন আহমদ পান্না, আবু সাইদ তায়েফ, মারুফ আহমদ টিপু, রাহাত বক্ত রাক্কু, সাইদুর রহমান রিদয়, আব্দুল মন্নান, সোলেমান হোসেন সুমন, মিনহাজুর রহমান রাছেল, বিমল দেব নাথ, সামসুল আলম চৌধুরী আলম, এডভোকেট রাজ্জাক খান, মো. মারুফুল ইসলাম, সায়দুর রহমান সায়মন, তানবির আলম রণি, সিমন আহমেদ সুমন, ফখরুল ইসলাম, কাওসার হুসেন রকি, জিয়াযুর রহমান জিয়া, এডভোকেট সাফওয়ান আহমদ, উবায়দুর রহমান সজিব, ইফতেখার আহমদ পাবেল, আজিজ খান সজিব।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code