প্রচ্ছদ

সিলেটের নতুন ডিআইজি মুশফেক ও কমিশনার রেজা

  |  ২১:৪৭, সেপ্টেম্বর ০৩, ২০২৪
www.adarshabarta.com

Manual8 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :
সিলেট রেঞ্জের নতুন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ও মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা তিনটি প্রজ্ঞাপনে এই বদলির ঘোষণা দেওয়া হয়।
এসএমপি’র নতুন কমিশনার হিসেবে মো. রেজাউল করিম (পিপিএম-সেবা) ও ডিআইজি হিসেবে মো. মুশফেকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। রেজাউল করিম এডিশনাল ডিআইজি হিসেবে এন্টি টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন। ডিআইজি হিসাবে পদোন্নতি পেয়ে তিনি সিলেটে নিয়োগ পেয়েছেন।
অন্যদিকে, মো. মুশফেকুর রহমান ঢাকা পুলিশের এসবি’র এসপি (পুলিশ সুপার) ছিলেন। সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি পেয়ে নিয়োগ পেয়েছেন সিলেটে।

Manual1 Ad Code
Manual6 Ad Code