প্রচ্ছদ

কাতার বিশ্বকাপের সাড়ে ২৪ লাখ টিকিট শেষ

  |  ১৬:০৬, আগস্ট ২৩, ২০২২
www.adarshabarta.com

Manual8 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual6 Ad Code

ঘনিয়ে আসছে বিশ্বকাপ। আর কয়েক মাস পরই ঘণ্টা বাজবে কাতার বিশ্বকাপের। তবে ফুটবল মহাযজ্ঞের উন্মাদনা শুরু হয়ে গেছে আগেই। মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বকাপ, তাই আয়োজনও জমজমাট। ফলে ফুটবলের সবচেয়ে বড় আসর মাঠে বসে দেখার ইচ্ছা অনেকেরই। সবার ভাগ্যে যদিও টিকিট মিলছে না। যারা পেয়েছেন, তাদের মনে খুশির ফোয়ারা ঝরছে। ফিফা জানাচ্ছে, এরই মধ্যে বিশ্বকাপের ২৪ লাখ ৫০ হাজার টিকিট বিক্রি শেষ।

Manual1 Ad Code

এবারের বিশ্বকাপ নিয়ে আলোচনা অনেক আগে থেকেই। এমনকি সেটা ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের আগে থেকে! আলোচিত সেই বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, তত উত্তেজনা জমাট বাঁধছে। ফুটবলপ্রেমীদের অপেক্ষা যেন শেষ হচ্ছে না। টিকিটের চাহিদা তাই তুঙ্গে। ৫ থেকে ১৬ জুলাই সর্বশেষ ধাপে বিক্রি হয়েছে ৫ লাখ টিকিট। সব মিলিয়ে এ পর্যন্ত বিক্রি হয়েছে ২৪ লাখ ৫০ হাজার টিকিট।

ফিফা জানিয়েছে, ডিজিটাল পদ্ধতিতে টিকিট বিক্রিতে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আরও জানিয়েছে, টিকিট বিক্রির পরবর্তীর ধাপ সেপ্টেম্বরে। তখন ডিজিটাল পদ্ধতির সঙ্গে কাতারের রাজধানী দোহার কাউন্টারে সরাসরি টিকিট কিনতে পারবেন ফুটবলপ্রেমীরা।

এশিয়া অঞ্চলে এর আগেও বিশ্বকাপ হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে প্রথমবার হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর। এই অঞ্চলের তীব্র গরমের কারণে বিশ্বকাপের ঐতিহ্য ভেঙে শীতকালে হতে যাচ্ছে প্রতিযোগিতাটি। আগামী ২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০২২ বিশ্বকাপের।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code