প্রচ্ছদ

সাইফুর রহমান কায়েস এর কবিতা

  |  ১৭:০৯, আগস্ট ১৩, ২০২২
www.adarshabarta.com

 

কৃশিবাঃ- মুছে দাও কান্নার রঙ, ছড়িয়ে দাও জোছনার ছায়া
# সাইফুর রহমান কায়েস #

শিশুর কাছে এসে ফিরে পেলাম শৈশব
শিশুর কাছেই তাই জমা থাকুক হৃত বৈভব

একদা আমরাই প্রাণ পেয়ে ছিলাম মাতৃক্রোড়ে
মায়ের মুষ্ঠিবদ্ধ হাত টেনে হিচড়ে নিয়ে গেলো আলোর ভোরে
ক্রমে শৈশব, যৌবন লীন হতে থাকলো বয়সের তোড়ে

আমাদের জীবনায়ূ সীমিত তিন শর্তে
সীমার মাঝে অসীম হতে পারে নি কেউ এই মর্ত্যে

আমরা মিলেছিলাম উষীষে জুড়াতে প্রাণ
প্রাণের মেলায় শুকেছিলাম পলল মৃত্তিকার ঘ্রাণ
প্রাণ জুড়িয়ে প্রাণের মেলায় শুনেছিলাম প্রাণেরই আহবান

যুদ্ধক্লান্ত পৃথিবীতে চাষ হোক ফুলের, আর নয় গ্রেনেড
এইদেশের তাপমাত্রা চল্লিশের বদলে হোক বারো ডিগ্রি সেন্টিগ্রেড

শিশুর কাছে ফিরিয়ে দিয়ে যাবো তার শৈশব
পুস্পিত হাসিতে ঋদ্ধ হোক তাদের চিত্ত বৈভব

বিশ্ব জুড়ে যুদ্ধের দামামা বাজায় বাইডেন আর পুতিন
মওকা বুঝে যুদ্ধের বাজারে ফুরচুঙ্গি দেয় ড্রাগনদের চীন

যুদ্ধের আগুনে পুড়ে মরছে শিশু ইউক্রেনে
সৌদি শেখের লালসাগ্নি এখনো জ্বলছে ইয়েমেনে
আধিপত্যবিস্তারের নামে বিপর্যস্ত আজ তাইওয়ান
শিশুরা বেফানা আজ, উদ্বিগ্ন আমরা যারা চক্ষুষ্মান
নিরাপদ আশ্রয়ের খুজে লাশ হয়ে ভাসে কেনো কুর্দি আয়লান

মুছে যাক কান্নার রঙ, ভেসে উঠুক জোছনার ছায়া
মানচিত্রের প্রতি ইঞ্চি জুড়ে জাগ্রত হোক শিশুর জন্য মায়া

আমরা কান্দি আজ শিশুর অপঘাত মৃত্যুশোকে
অনাগতবিধাতার ছবি দেখি তাদেরই বিষ্ফারিত চোখে

আগামীর পৃথিবীটা শিশুদেরই হোক
তাদের কথা ভেবে রাখছি লিখে কিছু গাথা ও শ্লোক

তারিখঃ- ২৯শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ, ১২ই আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ

পাদটীকা ঃ- বন্ধুবর কল্লোল তালুকদার ও ডাক্তার তনুশ্রী সরকার দম্পতির কন্যা কৃশিবার অন্নপ্রাশন অনুষ্ঠানের শানে রচিত পদাবলী