প্রচ্ছদ

কে এম আবুতাহের চৌধুরীর কবিতা বংশের বাতি

  |  ০২:১৩, আগস্ট ১২, ২০২২
www.adarshabarta.com

 

আমার নাতি বংশের বাতি
হৃদয়ের বড় ধন,
নাতিকে দেখলে আমার
জুডায় প্রাণ মন ।

রবের দেওয়া সুন্দর মুখ
কালো দুটি চোখ,
নাতির মুখের হাসি দেখলে
ভুলে যাই সব দু:খ।

পেটে যখন ক্ষিধে লাগে
জোরে জোরে কাঁদে,
বোতলের দুধ পান করে
আদর আহ্লাদে ।

পেট ভরে খাবার খেলে
বড়ই শান্ত থাকে ,
হাসি খুশীতে সময় কাটে
দা দা বলে ডাকে ।

নাতি নাতনীর প্রতি মায়া
যায়না কভু ভোলা ,
স্রষ্টার এক বিশেষ আকর্ষণ
অন্তরে দেয় দোলা ।

নতুন প্রজন্ম বেঁচে থাকুক
শত বছর ধরে ,
সুখের হাওয়া বয়ে যাক
প্রতিটি ঘরে ঘরে ।