প্রচ্ছদ

কে এম আবুতাহের চৌধুরীর কবিতা প্রিয়তমা বধু আমার

  |  ০৩:৪৫, জুন ২৯, ২০২২
www.adarshabarta.com

 

প্রিয়তমা বধু আমার
-কে এম আবুতাহের চৌধুরী

প্রিয়তমা বধু আমার
হৃদয় জুড়ে রানী ,
সারা জীবন টেনে নিলেন
সংসারের সব ঘানি।

আট বাচ্চার জননী হলেন
করেন লালন পালন,
স্বামীর সেবায় ছিলোনা ত্রুটি
অন্তরের আপনজন ।

আল্লাহর প্রিয় দাসী তিনি
এবাদতে মশগুল ,
দাওয়াতে দ্বীনের কাজে যেতে
হয়না কোন ভুল ।

এমন বধু পেয়ে আমার
জীবন হল ধন্য,
সকল গুনাহ মাফ কর প্রভু
বেহেশতে কর গণ্য ।

সমাজ সেবায় সহযোগিতা
কত গুণের সমাহার ,
নামের সাথে জীবনের মিল
বড় সুন্দর ব্যবহার ।

সূর্যের আলো দিনে ছড়ান
রাতে চাঁদের আলো,
সংসার সাজান মনের মত
ঘর করে ঝলমলো ।

শামসুন নাহার দিনের রবি
পরিবারের মধ্য মনি ,
তাঁরই মাঝে খুঁজে পেলাম
সোনার আসল খনি ।

এমন বধূর সাথে আমার
যাচ্ছে জীবন চলে,
এক সাথে বেহেশতের বাগানে
দেখা যেন মিলে ।

( ২৯ জুন ২০২২ইং ,লণ্ডন )