প্রচ্ছদ

কেমুসাসের সাহিত্য আসর অনুষ্ঠিত

  |  ২৩:৫৭, জানুয়ারি ২১, ২০২২
www.adarshabarta.com

Manual2 Ad Code

সিলেট অফিস :

Manual4 Ad Code

‘দি সোসাইটি অব ব্রিটিশ-বাংলাদেশী সলিসিটরস’ এর প্রেসিডেন্ট এবং ইংল্যান্ডের ডেগেহাম ও রেইনহাম কনজারভেটিব পার্টির সাবেক চেয়ারম্যান সলিসিটর দেওয়ান মাহদী বলেছেন, গুণীজনদের সম্মান ও যথাযথ মর্যাদা প্রদান করলে সমাজ উপকৃত হয়।

Manual6 Ad Code

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত ১১০২তম সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। কেমুসাসের সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের সভাপতিত্বে ও কবি কামাল আহমদের সঞ্চালনায় সাহিত্য আসরে উপস্থিত লেখকগণ তাদের স্বরচিত লেখা পাঠ করেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে পঠিত লেখার উপর আলোচনা করেন সাহিত্য সমালোচক অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব, কবি এখলাছুর রহমান ও ছড়াকার কামরুল আলম। আসরে স্বরচিত লেখাপাঠে অংশ নেন ঔপন্যাসিক সিরাজুল হক, হারুন চৌধুরী, ছয়ফুল আলম পারুল, শামসীর হারুনুর রশীদ, মো. সাজিদুর রহমান, তাসলিমা খানম বীথি, এস রেহেনা শোভা, কুবাদ বখত চৌধুরী রুবেল, সেলিম সিকদার, সৈয়দ আলতাফ হোসনে, লিলু মিয়া। আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামাল আহমদ।

Manual1 Ad Code
Manual6 Ad Code