প্রচ্ছদ

বিশ্বকাপ বাছাইয়ের ব্রাজিল দল ঘোষণা

  |  ০৭:০৪, মে ১৫, ২০২১
www.adarshabarta.com

Manual4 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছে ব্রাজিল। বড় কোনো চমক না থাকলেও ২৪ সদস্যের দলে ফিরেছেন নেইমার ও দানি আলভেস। আগামী ৫ জুন ইকুয়েডর ও ৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল।
ইএসপিএনের খবরে জানা গেছে, চার ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। তৃতীয় স্থানে থাকা ইকুয়েডর ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।
এদিকে কোপা আমেরিকা কাপ ১৪ জুন শুরু হয়ে চলবে ১১ জুলাই পর্যন্ত।
ব্রাজিল দল : আলিসন, ওয়েভারতন, এদেরসন (গোলরক্ষক), দানি আলভেস, দানিলো, আলেক্স সান্দ্রো, রেনান লোদি, এদের মিলিতাও, দিয়েগো সিলভা, লুকাস ভেরিসিমো, মার্কিনিয়োস (ডিফেন্ডার), কাসেমিরো, ফাবিনিয়ো, ফ্রেদ, লুকাস পাকুয়েতা, দগলাস লুইস, এভারটন রিবেইরো (মিডফিল্ডার), এভারটন, রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল বারবোসা, গাব্রিয়েল জেসুস, নেইমার, ভিনিসিউস জুনিয়র, ও রিশার্লিসন (ফরোয়ার্ড)।

Manual1 Ad Code
Manual7 Ad Code