প্রচ্ছদ

ফ্রেঞ্চ লিগ কাপও নেইমারদের

  |  ০৬:১৪, আগস্ট ০১, ২০২০
www.adarshabarta.com

Manual3 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual8 Ad Code

লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপের পর এবার ফ্রেঞ্চ লিগ কাপের শিরোপা ঘরে তুললো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। অলিম্পিক লিওঁর বিপক্ষে টাইব্রেকারে ৬-৫ গোলে জয় পেয়েছে নেইমাররা।

শুক্রবার স্ট্রাডি ডে ফ্রান্সে নির্ধারিত সময়ে কোনও পক্ষই গোল পায়নি। তাই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয় অতিরিক্ত সময়। এরপর পেনাল্টি শুটআউটে ম্যাচ জিতে নেয় প্যারিসের দলটি।

Manual6 Ad Code

গুরুতর ইনজুরির কারণে এদিন মাঠে নামতে পারেননি ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

নেইমার-ডি মারিয়াদের ছাড়িয়ে এদিন ম্যাচের ‍মূল নায়ক ছিলেন পিএসজির কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাস। অলিম্পিক লিওঁর বেরট্রান্ড ট্রাওরের শট ঠেকিয়ে দেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা।

Manual2 Ad Code

ফ্রেঞ্চ মিডফিল্ডার পাবলো সারাভিয়া শেষ শটটির মাধ্যমে গোল তুলে নেন। এরপরই শিরোপা উঁচিয়ে উল্লাস করে থমাস টুখেলের শিষ্যরা।

Manual4 Ad Code

আগামী ১২ আগস্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আটালান্টার বিপক্ষে মাঠে নামবে প্যারিস সেন্ট জার্মেই।

Manual1 Ad Code
Manual6 Ad Code