প্রচ্ছদ

কে এম আবুতাহের চৌধুরীর কবিতা ‘আমি একজন মুক্তিসেনা’

  |  ০২:২০, জুন ৩০, ২০২২
www.adarshabarta.com

আমি একজন মুক্তিসেনা
– কে এম আবুতাহের চৌধুরী

আমি একজন মুক্তিসেনা
লড়েছি শত্রুর সাথে,
তাদের কাছে রাইফেল ছিল
সুলফি আমার হাতে।

লুঙ্গিতে আটকানো ছিলো
ইটের টুকরো পাথর ,
সম্মুখ সমরে আঘাত করি
পরে কাফনের কাপড় ।

বন্দুক ,লাঠি ,বরশা নিয়ে
চালাই মোরা আক্রমণ ,
স্মৃতির পাতায় ওঠলে ভেসে
মনে জাগে শিহরণ ।

তেছরা মার্চ মহকুমা শহরে
জ্বালাই পাক পতাকা,
আকাশ পানে তুলে ধরি
বাংলার চিত্র আঁকা ।

মিছিলে মিছিলে কাঁপে নগর
গগণ বিদারী শ্লোগান,
পুলিশ ,সেনাদের অস্ত্র ধরতে
জানাই বার বার আহ্বান ।

সাতাশে মার্চ ঘেরাও করি
মহকুমা , জেলা শহর
শত শত গুলির আওয়াজে
কেঁপে ওঠে অন্তর ।

পাক সেনাদের তাড়া খেয়ে
নদীতে ঝাঁপিয়ে পড়ি ,
দীর্ঘ ন’মাস স্বাধীনতার জন্য
কষ্ট করে লড়ি ।

কৃষক মজুর ছাত্র জনতা
দেশটা করি স্বাধীন,
লাল সবুজের পতাকা উড়াই
শৃঙ্খল ভাঙ্গি পরাধীন ।

লাখো জনতা রাস্তায় নামে
গড়ে তুলে প্রতিরোধ ,
মানুষ মেরে পাক সেনারা
করতে চায় গতি রোধ।

দেশের তরে আমরা সবাই
জীবন বাজি রেখেছি ,
স্বাধীনতার পক্ষে যুদ্ধ করে
দেশটা স্বাধীন করেছি ।

হাজার হাজার বৃটিশ বাঙালী
মিটিং মিছিল করে ,
লাখ লাখ পাউণ্ড চাঁদা দেন
স্বাধীনতা লাভের তরে ।

আমরা হলাম মুক্তিসেনা
দেশের সেরা লোক,
বাংলাদেশকে স্বাধীন করে
গর্বে ভরা বুক ।

রক্ত দিয়ে কেনা দেশের
মান মর্যাদা রাখবো,
প্রয়োজনে দেশের জন্য
রক্ত ঢেলে দেব।

জঙ্গী জনতার বাঁশের লাঠি
গরজে উঠবে আরেকবার
মুক্তিসেনারা সমরাস্ত্র নিয়ে
যুদ্ধ করবে বার বার ।

(২১ মার্চ ২০২১ ইং লণ্ডন )