প্রচ্ছদ

যে কোনো সময় বিজয়ী ঘোষণা, বাইডেনের নিরাপত্তা জোরদার হচ্ছে

  |  ১৫:৩৪, নভেম্বর ০৬, ২০২০
www.adarshabarta.com

Manual4 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :

Manual7 Ad Code

ডোনাল্ড ট্রাম্পের থেকে ভোটের মাঠের নির্বাচনী জয়ের ব্যবধান বেড়ে গেছে। বিজয়ী হতে প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোটের কাছাকাছিও পৌঁছে গেছেন। জো বাইডেন যেকোনো সময় নিজেকে বিজয়ী দাবি করতে পারেন। তাই আজ ৬ নভেম্বর শুক্রবার থেকে যু্ক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ ‘তার নিরাপত্তা জোরদার করছে’।

ওয়াশিংটন পোস্ট জানায়, বাইডেনের প্রচার শিবির থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে আজ শুক্রবার দিনের শুরুতে তিনি বক্তৃতা দিতে পারেন বলে জানানো হয়েছে।

Manual2 Ad Code

তারপরই গোয়েন্দা সংস্থা বাইডেনের নিরাপত্তা জোরদার করতে এজেন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি প্রতিবেদন প্রকাশ করে।

Manual6 Ad Code

তবে এ বিষয়ে জানতে গোয়েন্দা বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো তথ্য দিতে রাজি হয়নি। সংস্থাটির মুখপাত্র ক্যাথেরিন মিলহয়েন বলেন, জ্যেষ্ঠ পদে থাকা ব্যক্তিদের নিরাপত্তা আয়োজন কেমন হবে তা নিয়ে কোনো তথ্য সংস্থা থেকে দেওয়া হয় না।

বাইডেন শিবির থেকেও এ বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানানো হয়েছে।

ডেলাওয়ারের উইলমিংটনে একটি কনভেনশন সেন্টারে থেকে এবার নির্বাচনী প্রচার এবং ভোট পর্যবেক্ষণ করছেন বাইডেন এবং তার দল। সেখানেই বাইডেনের আজ শুক্রবার ভাষণ দেয়ার সম্ভাবনা আছে।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code