প্রচ্ছদ

ট্রাম্পের ‘স্যালুট’ হোয়াইট হাউসে ফিরে

  |  ১৩:০২, অক্টোবর ০৬, ২০২০
www.adarshabarta.com

Manual6 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :

করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে তিন রাত হাসপাতালে কাটানোর পর আবারও হোয়াইট হাউসে ফিরে কোভিড-১৯ কে ভয় না পাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ অক্টোবর হোয়াইট হাউসে ফিরে ছবি তোলার জন্য দাঁড়িয়ে ট্রাম্প তার সার্জিক্যাল মাস্ক খুলে ফেলেন। হোয়াইট হাউসে ফেরার পর তার অনুভূতি কী, সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘সত্যিকারের ভালো।’ রাজধানী ওয়াশিংটন ডিসির নিকটবর্তী সামরিক হাসপাতাল থেকে হেলিকপ্টার যোগে হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প। এ সময় সাদা রঙের সার্জিক্যাল মাস্ক পরা ছিলেন তিনি, কিন্তু হোয়াইট হাউসের দক্ষিণ চত্বরের সিঁড়ি দিয়ে বারান্দায় ওঠার পর তিনি মাস্ক খুলে ফেলে ছবি তোলার জন্য দাঁড়ান, স্যালুট দেন ও বুড়ো আঙুল উঁচিয়ে ‘সব কিছু ঠিক আছে’ বলে ইঙ্গিত দেন।

তারপর তিনি ফিরে হোয়াইট হাউসের ভেতরে ঢুকে যান আর তখনও মাস্কটি তার পকেটে ঢোকানো ছিল, টেলিভশন ফুটেজে এমনটিই দেখা গেছে।

Manual2 Ad Code

যে মহামারীতে বিশ্বজুড়ে ১০ লাখেরও বেশি এবং ‍যুক্তরাষ্ট্রে দুই লাখ নয় হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়েছে সেই কোভিড-১৯ এর হুমকীকে তেমন আমলে নেননি ট্রাম্প।

Manual5 Ad Code

রেকর্ড করা এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘এটাকে আপনার ওপর আধিপত্য করতে দেবেন না। এটাকে ভয়ও পাবেন না। আমরা ফিরছি, আমরা কাজে ফিরছি। এটাকে আপনার ওপর আধিপত্য করতে দেবেন না। এ থেকে বের হয়ে আসনু, সতর্ক থাকুন।’

Manual7 Ad Code

রিপাবলিকান ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী।

নতুন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শুক্রবার ট্রাম্প ওয়ালটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছিলেন।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code