প্রচ্ছদ

মার্কিন নির্বাচন: কেট রুবিনস এবারও মহাকাশ থেকে ভোট দেবেন

  |  ১০:০৩, সেপ্টেম্বর ২৮, ২০২০
www.adarshabarta.com

Manual4 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে:

Manual6 Ad Code

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন । এই নির্বাচনে এবারও মহাকাশ থেকে ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন নাসার নভোচারী কেট রুবিনস। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।

Manual8 Ad Code

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় নভোচারী কেট রুবিনস মহাকাশে থাকবেন। ভূ-পৃষ্ঠ থেকে দুই শতাধিক মাইল উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে তিনি ভোট দিতে চান।

Manual8 Ad Code

কেট রুবিনস বলেন, আমার মনে হয়, ভোট দেওয়া প্রত্যেকের জন্য জরুরি। আমরা যদি মহাকাশ থেকে ভোট দিতে পারি, তাহলে বিশ্বাস করি যে পৃথিবীতে থেকেও সবার ভোট দেওয়া সম্ভব।

প্রতিবেদনে বলা হয়, মহাকাশে মিশন কন্ট্রোল ব্যালট পেপারের মাধ্যমে নভোচারীরা ভোট দিতে পারবেন। পরে এটি কাউন্টির কর্মকর্তার কাছে পাঠানো হবে।

২০১৬ সালের নির্বাচনেও নভোচারী কেট রুবিনস ও শেন কিমবরো মহাকাশ থেকে ভোট দিয়েছিলেন।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code