প্রচ্ছদ

আমেরিকায় নতুন স্টিমুলাস আসছে দেড় ট্রিলিয়ন ডলারের

  |  ০৭:৫২, সেপ্টেম্বর ২০, ২০২০
www.adarshabarta.com

Manual3 Ad Code

এডাল্টরা পাবেন আবারও ১২০০ ডলার
অতিরিক্ত বেকার ভাতা ৪৫০ ডলার
দুই সপ্তাহের মধ্যে বিল পাশের সম্ভাবনা

Manual1 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :

Manual2 Ad Code

আমেরিকান জনগণের আর্থিক সহায়তায় এবার আসছে ন্যুনতম ১.৫ ট্রিলিয়নের স্টিমুলাস বিল। করোনা মহামারির মধ্যে এটি হবে সরকারের দ্বিতীয় স্টিমুলাস প্যাকেজ। এতে থাকবে প্রত্যেক পরিবারের বয়স্ক সদস্যদের জন্য ১২০০ ও বাচ্চাদের ৫০০ ডলারের চেক, স্টেটের বেকার ভাতার সাথে অতিরিক্ত ৪০০ বা ৪৫০ ডলার এবং স্টেট ও স্থানীয় সরকারগুলোর জন্য মোট ৫০০ বিলিয়ন ডলারের অনুদান।

সমঝোতায় ডেমোক্র্যাটরা বেকারদের জন্য অতিরিক্ত ৬০০ ডলারের দাবি থেকে সরে ৪৫০ ডলারে আসতে পারেন। ব্যবসায়ীদের পে-চেক প্রোটেকশনের আওতায় থাকবে বিশেষ বরাদ্দ। এ বিল পাশের লক্ষ্যে ইতোমধ্যেই হাউজ স্পীকার ও ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসির সাথে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মার্ক মেডোস ও ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুনশনের অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।

প্রথম স্টিমুলাস বিলের আওতায় কোন পরিবারে এডাল্ট সন্তান থাকলে তারা ১২০০ ডলারের চেক পাননি। এবার তারা অন্তর্ভূক্ত হতে পারেন। বৃহস্পতিবার মার্ক মেডোস সাংবাদিকদের বলেন, ১.৫ টিলিয়ন ডলারের একটি স্টিমুলাস প্যাকেজের চিন্তাভাবনা চলছে। আগামী ১০ দিন বা ২ সপ্তাহের মধ্যে তা পূর্ণাঙ্গ রূপ নেবে বলে আমার বিশ্বাস। প্রেসিডেন্ট নিজেই এ ব্যাপারে একধাপ বেশি এগিয়ে এসেছেন।

Manual8 Ad Code

এদিকে স্পীকার ন্যান্সি পেলোসি এখনও ২.২ বিলিয়ন ডলারের বিলের পক্ষে অবস্থান করছেন। তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, আমেরিকার জনগণের চাহিদাকে সামনে রেখে স্টিমুলাস বিল কত ছোট করা যায় তা আবারও দেখতে হবে। আমরা ৩.৩ বিলিয়ন ডলারের প্রস্তাব থেকে ইতোমধ্যে ২.২ বিলিয়ন ডলারে নেমে এসেছি। করোনায় দুর্দশাগ্রস্থ জনগণের কথা বিবেচনা করলে এর নীচে নামা এখন খুবই কঠিন। গত আগস্ট মাসে ট্রাম্পের রিপাবলিকান পার্টি সে প্রস্তাব না মেনে আলোচনা থেকে বেরিয়ে যায়। পরে তারা সিনেটে মাত্র ৫০০ বিলিয়ন ডলারের হাস্যকর এক বিল উপস্থাপন করেছিল। যা আমরা নাকচ করে দেই। এখন তাদের বোধদয় হওয়ায় নতুন করে স্টিমুলাস প্যাকেজের কথা বলছে।

Manual7 Ad Code

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার আগের কঠোর অবস্থান থেকে সরে এসেছেন। অপ্রত্যাশিতভাবেই বুধবার দলীয় কংগ্রেসম্যানদের বড় আকারের স্টিমুলাস বিল নিয়ে এগিয়ে যাবার পরামর্শ দিয়েছেন। যে ট্রাম্প স্টেট ও স্থানীয় সরকারগুলোকে অনুদান দেবার ঘোর বিরোধী ছিলেন, এখন ৫০০ বিলিয়ন দেবার গ্রীন সিগনাল দিয়েছেন। অবশ্য স্টেট ও স্থানীয় সরকারগুলোর জন্য ডেমোক্র্যাটদের দাবি ৯০০ বিলিয়ন ডলার। প্রত্যেক আমেরিকানকে ১২০০ ডলারের স্টিমুলাস চেক প্রদানের ব্যাপারে তার আগ্রহের কথাও জোরেসোরে বলেছেন। তিনি বলেছেন, ১.৫ ট্রিলিয়ন ডলারের কম্প্রোমাইজের স্টিমুলাস প্যাকেজ হলে তার অসম্মতি নেই। অথচ তারই দলের সিনেট সদস্যরা গত ৬ মাস ধরে ছোট আকারের স্টিমুলাসের কথা বলে আসছিলেন। ট্রাম্পের এ মনোভাবের পরপরই নড়েচড়ে উঠেছেন হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মার্ক মেডোস ও ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুনশন। তারা গত মঙ্গল ও বুধবার স্পীকার ন্যান্সি পেলোসির সাথে পৃথক পৃথকভাবে দুদফা বৈঠক করেন।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনের মাত্র দেড় মাস আগে দলের একাংশের বিরোধিতার পরও বড় আকারের স্টিমুলাস প্যাকেজে সায় দিয়ে ভোটারদের মন জয় করতে চাইছেন ট্রাম্প। প্রত্যেক আমেরিকানকে দেয়া ১২০০ ডলারের চেকে স্বাক্ষর থাকবে প্রেসিডেন্ট ট্রাম্পেরই। রিপাবলিকান দলের সিনেট ও হাউজ অব রিপ্রেজেনটিটিভ প্রার্থীরাও বড় আকারের স্টিমুলাস বিলের পক্ষে সায় দিচ্ছেন।

Manual1 Ad Code
Manual5 Ad Code