প্রচ্ছদ

মার্কিন ভোটে মাঠে সক্রিয় রাশিয়া-চীন-ইরানের হ্যাকাররা : টম বার্ট

  |  ১৮:৫৩, সেপ্টেম্বর ১১, ২০২০
www.adarshabarta.com

Manual4 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :

Manual8 Ad Code

আর দুই মাস পর বাকি। আগামী ৩ নভেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিশ্ব মিডিয়ায় প্রচার হচ্ছে নতুন নতুন শিরোনামে সংবাদ। এবার মার্কিন সাইবার কোম্পানি মাইক্রোসফট বলছে, বক্তব্য, রাশিয়া, ইরান এবং চীনের হ্যাকাররা ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন দু’জনের নির্বাচনী প্রচারই হ্যাক করার চেষ্টা করছে।

Manual8 Ad Code

১০ সেপ্টেম্বর মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট টম বার্ট একটি টুইট করেন। সেখানে বলা হয় রাশিয়া, চীন এবং ইরানের হ্যাকাররা মার্কিন নির্বাচনের প্রচারের সাইটগুলি হ্যাক করার চেষ্টা করছে। শুধু তাই নয়, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির অ্যাকাউন্টও হ্যাক করার চেষ্টা হচ্ছে। হ্যাক করা হচ্ছে তাঁদের পরামর্শদাতাদের ডেটাবেসও।

Manual1 Ad Code

টম বার্ট জানিয়েছেন, ২০১৬ সালের নির্বাচনের সময়েও রাশিয়ার জিআরইউ মিলিটারি ইনটেলিজেন্স ইউনিট ভোট প্রচারের বিভিন্ন সাইট হ্যাক করেছিল। ওই ইউনিটের কোড নেম ছিল ‘ফ্যান্সি বিয়ার’। অভিযোগ, এ বছরেও ফ্যান্সি বিয়ার মাঠে নেমে পড়েছে। এ ছাড়াও ইরান এবং চীনের ইন্টেলিজেন্স সার্ভিসের হ্যাকাররা কাজ করছেন।

ডোনাল্ড ট্রাম্পের সহকারীরা জানিয়েছেন, এ বারের নির্বাচনে যে বাইরের শক্তিরা ট্রাম্পকে হারানোর ষড়যন্ত্র করবে, তা তাঁদের জানা। কিন্তু এত কিছু করেও প্রেসিডেন্টকে হারানো যাবে না। জো বাইডেনের শিবির অবশ্য এখনও পর্যন্ত এ নিয়ে কোনও মন্তব্য করেনি।

Manual8 Ad Code

চীন এবং ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত মাইক্রোসফটের এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে অ্যামেরিকায় অবস্থিত রাশিয়ার দূতাবাসের প্রতিনিধি বিবৃতি দিয়ে জানিয়েছেন, এ ধরনের অভিযোগ করার আগে অ্যামেরিকার প্রয়োজনীয় তথ্য দেওয়া উচিত। নইলে এ সমস্ত অভিযোগ ধোপে টেকে না।

Manual1 Ad Code
Manual5 Ad Code