প্রচ্ছদ

নিউইয়র্ক সিটি ফের ভয়াবহ ঝুঁকিতে

  |  ০৯:৫৫, সেপ্টেম্বর ০৪, ২০২০
www.adarshabarta.com

Manual4 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :

Manual3 Ad Code

প্রথম দফা করোনা সংক্রমণের সময় নিউইয়র্ককে বলা হয়েছিল এপিক সেন্টার। তখন শুধু নিউইয়র্ক সিটিতে করোনায় প্রাণ হারিয়েছিলেন ২৩ হাজার ৩০০ জন। মর্গে স্থান সংকুলান না হওয়ায় মৃতদেহ রাখা হয়েছিল হিমায়িত ট্রাকে। নতুন করে নিউইয়র্ক সেই ভয়াবহ পরিস্থিতির কবলে পড়ার পুরোপুরি আশঙ্কা রয়েছে বলে দাবি করেছেন সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সাবেক পরিচালক ড. টম ফ্রিডেন। গত ৩১ আগস্ট ড. ফ্রিডেন বলেন, একদিকে শীতের আগমন, অন্যদিকে পাবলিক স্কুলগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান-উভয় মিলেমিশে সিটিকে অবর্ণনীয় পরিস্থিতির মুখে ঠেলে দেবে। কারণ যতই কঠোরতা অবলম্বন করা হোক না কেন, শ্রেণিকক্ষে পাঠদান শুরু হলে করোনার সংক্রমণ বৃদ্ধির পুরোপুরি ঝুঁকি রয়েছে। এ প্রসঙ্গে ডার্টমাউথের ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞানের সহযোগী অধ্যাপক এবং সিএনএনের কন্ট্রিবিউটর এরিন ব্রমেজ বলেন, হাঁচি-কাশির মাধ্যমে করোনা সংক্রমণের আশঙ্কা থাকলেও তা মূলত প্রধান মাধ্যম নয়। করোনা সংক্রমণের প্রধান মাধ্যম হচ্ছে ভিড়ভাট্টা এবং ঘরের ভেতরে অনেক লোকের জড়ো হওয়া। তার মতে, অন্য কোনো মাধ্যমের তুলনায় মানুষ কোনো অভ্যন্তরীণ স্থানে জড়ো হলে তখনই জনতার মাঝে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি ঢের বেশি থাকে। এদিকে সিডিসির ছোঁয়াচে রোগ বিশেষজ্ঞ এবং হোয়াইট হাউসের সায়েন্টিফিক টাস্কফোর্সের মুখপাত্র ড. অ্যান্থনি ফাউসি বারবার বলে আসছেন, আমেরিকায় করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ পুনরায় শুরু হওয়ার পুরোপুরি আশঙ্কা রয়েছে। এদিকে নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিয়ো সম্প্রতি দাবি করেছেন, নিউইয়র্কে নতুন করে করোনার ২০ শতাংশ সংক্রমণ ঘটছে কোয়ারেন্টাইন তালিকাভুক্ত দেশগুলো থেকে সিটিতে আসা ভ্রমণকারীদের মাধ্যমে।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code