প্রচ্ছদ

পিএসজির হারের রাতে প্যারিসে পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

  |  ১০:২১, আগস্ট ২৪, ২০২০
www.adarshabarta.com

Manual8 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual6 Ad Code

বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মাঠে নেমেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ভেন্যু ছিল পর্তুগালের রাজধানী লিসবনে। তবে পিএসজির ঘরের মাঠ পার্ক দো প্রিন্সেসে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার আয়োজন করেছিল কর্তৃপক্ষ। যেখানে সমর্থকরা গ্যালারিতে বসে অপেক্ষায় ছিল প্রিয় দলের প্রথম শিরোপা জয়ের। বেশ কয়েকটা রেস্টুরেন্ট ও বারেও জড়ো হয়েছিল প্যারিসবাসী। শেষ পর্যন্ত ম্যাচটি হারতে হয়েছে নেইমারদের। আর রাস্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে সমর্থকরা।

Manual4 Ad Code

রোববার ফাইনালে বার্য়ান জয় পেয়েছে ১-০ গোলে। জয় সূচক গোলটি করেছেন জার্মান দলটির ফ্রেঞ্চ উইঙ্গার কিংস্লে কোমান। শেষ পর্যন্ত ইউরোপ সেরার ষষ্ঠ শিরেপা ঘরে তুলেছে ম্যানুয়াল নুয়ারের দল।

Manual7 Ad Code

করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে শুরু হয়েছে ফ্রান্সে। তাই সরকারের পক্ষ থেকে আগেই সতর্ক করা হয়েছিল, যাতে খেলা দেখার সময় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা হয়।

Manual8 Ad Code

রয়টার্স জানায়, এদিন ম্যাচ শুরুর পর প্যারিসের বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব না মেনেই সমর্থকরা খেলা দেখতে থাকে। অনেকেই উপস্থিত হয় মাস্ক ছাড়াই। এসময় স্থানীয় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতেই শুরু হয় সংঘর্ষ।

সংঘর্ষের পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন টুইটারে জানিয়েছেন, মুখে মাস্ক না পরার কারণে প্রায় ২০০ জনেরও বেশি মানুষকে সতর্ক করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ফুটেজে দেখা যায়, সন্ধ্যার দিকে অনেকেই প্যারিসের পার্ক ডেস প্রিন্সেস স্টেডিয়ামের বাইরে মশাল জ্বালিয়ে পুলিশের দিকে নিক্ষেপ করতে থাকে। পুলিশও টিয়ার গ্যাস দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

প্যারিসের পুলিশ কর্মকর্তারা জানান, এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আটক করা হয়নি কাউকেই।

(ছবি ও নিউজ সংগৃহীত)।

Manual1 Ad Code
Manual2 Ad Code