প্রচ্ছদ

জার্মানিতে বিনামূল্যে স্বাস্থ্যকর্মীদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন ট্যাক্সিচালকরা!

  |  ২১:৩৯, এপ্রিল ২৭, ২০২০
www.adarshabarta.com

Manual5 Ad Code

আদর্শ বার্তা ডেস্ক :

এমনকী, অনেক শহরের ট্যাক্সিচালকরা ক্রেতাদের কাছ থেকে বাজারের তালিকা আর টাকা নিয়ে বাজার করে সেগুলো বাড়িতেও পৌঁছে দিচ্ছেন!

Manual1 Ad Code

করোনাভাইরাসের কারণে যাত্রী কমে যাওয়ায় অনেক ট্যাক্সিচালক এখন টিকে থাকতে মানুষের বাজার করে দিচ্ছেন, ওষুধ এনে দিচ্ছেন৷ এমনকী, দেশটির মিউনিখের চালকরা বিনামূল্যে স্বাস্থ্যকর্মীদের হাসপাতালে পৌঁছেও দিচ্ছেন৷

কোলন শহরের ট্যাক্সিচালকরা ক্রেতাদের কাছ থেকে বাজারের তালিকা আর টাকা নিয়ে বাজার করে সেগুলো বাড়িতেও পৌঁছে দিচ্ছেন৷ বিনিময়ে তারা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাচ্ছেন৷ ক্রেতা যদি কোনো দোকানের পণ্য কিংবা ওষুধের দাম মিটিয়ে থাকেন তাহলে তা বাসায় পৌঁছে দেওয়ার সেবাও দিচ্ছেন ট্যাক্সিচালকরা৷ এক প্রতিবেদনে এসব জানায় জার্মান সংবাদসংস্থা ডয়েচে ভেলে।

এছাড়া, বার্লিনের চালকরা নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ ডেলিভারির জন্য স্বাভাবিক সময়ের চেয়ে কম টাকা নিচ্ছেন৷ আবার রেস্তোরাঁ থেকে খাবার ডেলিভারির কাজও করছেন তারা৷

সাধারণত বয়স্করা এসব সেবা নিচ্ছেন বলে জানিয়েছেন বার্লিনের ট্যাক্সিচালকদের নেতা লেসজেক নাডলস্কি৷

Manual8 Ad Code

তিনি জানান, বার্লিনের প্রায় আটহাজার ট্যাক্সির মধ্যে তিনহাজার ট্যাক্সি এখন অলস বসে আছে৷ আর যে ট্যাক্সিগুলো চলছে তাদের আয় ৮০ থেকে ৯০ শতাংশ কমে গেছে বলে জানান তিনি৷ দশঘণ্টা ট্যাক্সি চালিয়ে এখন একেকজন চালক গড়ে মাত্র ৫০ ইউরো আয় করছেন৷

Manual1 Ad Code

অবশ্য, নিজস্ব ও যেসব কোম্পানিতে দশজনের কম কর্মী আছেন শুধু তারা সরকারের সহায়তা পাচ্ছেন৷ ফলে যেসব কোম্পানিতে কর্মীসংখ্যা দশজনের বেশি সেগুলো শিগগিরই দেউলিয়া হওয়ার আশঙ্কায় আছে বলে মনে করছেন নাডলস্কি৷

Manual6 Ad Code

(সংগৃহীত: ট্রিবিউন)

Manual1 Ad Code
Manual2 Ad Code