প্রচ্ছদ

২০০ রেস্তোরাঁ বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে ম্যাকডোনাল্ডস’র

  |  ১৪:২৪, জুলাই ৩১, ২০২০
www.adarshabarta.com

Manual7 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :

Manual5 Ad Code

ফাস্ট ফুডের বিশ্ব বিখ্যাত চেইন ম্যাকডোনাল্ডস চলতি বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে তাদের ২০০টি স্টোর অর্থাৎ রেস্তোরাঁ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। যেসব রেস্তোরাঁ বন্ধ হচ্ছে তার বেশিরভাগই ওয়ালমার্টের স্টোরগুলোতে অবস্থিত। ওয়ালমার্ট হলো বিশ্বের অন্যতম বৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান।
ফক্স নিউজের এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, বেচা-বিক্রি অনেক কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিখ্যাত ওই ফাস্ট ফুড চেইনটি। ম্যাকডোনাল্ডসের প্রেসিডেন্ট ও সিইও ক্রিস কেম্পকজকিনস্কি বলেছেন, করোনা মহামারির অনিশ্চয়তা গ্রাহকের অনুভূতিতে হতাশা তৈরি করে চলেছে। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩০ জুন থেকে তার আগের তিন মাসে তাদের পরিচালিত রেস্তোরাঁগুলোর বিক্রি ও আয় প্রায় ৩০ শতাংশ কমে গেছে। এছাড়া বিগত ছয় মাসে কোম্পানির আয় কমেছে ১৮ শতাংশ। তাই বছরব্যাপী রেস্তোরাঁ বন্ধের মতো এমন পদক্ষেপ নিয়েছে তারা। কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট বাধা সত্ত্বেও কোম্পানির সিইও মঙ্গলবার বিনিয়োগকারীদের জানিয়েছেন যে, মহামারির এই ‘নতুন পরিবেশের সাথে’ কোম্পানি পরিচালনার সামঞ্জস্য করতে শিখে গেছে ম্যাকডোনাল্ডস। ফলে বিগত তিন মাস ধরে অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বিশ্বজুড়ে ম্যাকডোনাল্ডসের ৩৯ হাজার রেস্তোরাঁর মধ্যে এখন ৯৬ শতাংশ খোলা রয়েছে। যা দ্বিতীয় প্রান্তিকের ৭৫, এপ্রিলের ৩৯ আর গত জুনের মাত্র ১২ শতাংশের তুলনায় অনেক বেশি। মহামারির ধকল সামলাতে যুক্তরাষ্ট্রে থাকা ১৪ হাজার রেস্তোরাঁর ২০০টি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বখ্যাত এই ফুড চেইনটি।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code