প্রচ্ছদ

দ্বিতীয় স্টিমুলাসে আয়ের সীমা ৮০ হাজার হতে পারে

  |  ১৬:৩৯, জুলাই ২৫, ২০২০
www.adarshabarta.com

Manual7 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :

Manual3 Ad Code

দ্বিতীয় স্টিমুলাস নিয়ে চলছে আলোচনা। তবে এ বিষয়ে সিনেটে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দ্বিতীয় স্টিমুলাস আসতে পারে তেমনটাই আভাস মিলছে। এর পরিমাণ কত হবে, সেটা এখনো নিশ্চিত নয়। ডেমক্রেট ও রিপাবলিকানরা সিনেটে আলোচনা করেই তা ঠিক করবেন। দ্বিতীয় স্টিমুলাসে একক ব্যক্তির আয়ের পরিমাণ ৪০ হাজার ও পরিবারের আয় ৮০ হাজার নির্ধারণ করা হতে পারে। বেকার ভাড়া ও ফেডারেল সরকারের দেওয়া প্যান্ডামিক ভাতা ৬০০ ডলার বন্ধ হয়ে যাচ্ছে ২৬ জুলাই। নতুন করে ফেডারেল থেকে অর্থ দেওয়ার চিন্তা করা হচ্ছে, তবে এর পরিমাণ ঠিক হয়নি। নির্বাচনী বছরে সব দিক বিবেচনা করেই আসছে নতুন প্যাকেজ। এই সপ্তাহে কিংবা আগামী সপ্তাহের মধ্যেই এটা চ‚ড়ান্ত হতে পারে। সিদ্ধান্ত কী হয়, তা দেখার অপেক্ষায় সবাই।

Manual4 Ad Code

কোভিড-১৯-এর কারণে যুক্তরাষ্ট্রে ক্ষতিগ্রস্ত ও আর্থিক সংকটে পড়া মানুষের জন্য প্রথম স্টিমুলাসের মতোই আরও একটি স্টিমুলাস চেক দেওয়ার ব্যাপার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ও সিনেট সদস্যরা। তবে সবাই এ স্টিমুলাস চেক পাবেন না। প্রথম স্টিমুলাসও সবাই পাননি। সেখানে একক আয় ৭৫ হাজার ও পরিবারের আয়ের সীমা ৯৯ হাজার ধরা হয়েছিল। এর নিচে যাদের ইনকাম, তারা চেক পেয়েছেন। কিন্তু এর উপরের ইনকাম যাদের, তারা প্রথম স্টিমুলাস চেক পাননি।
জানা গেছে, জুলাইয়ের শেষ সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সিনেট সদস্যরা ২০ জুলাই ছুটি থেকে ফিরেছেন। এখন তারা আলোচনা করেই স্টিমুলাস চেকসহ জনগণের জন্য এবং ব্যবসায়ীসহ অন্যান্য সেক্টরে কী কী সুবিধা দেওয়া প্রয়োজন, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। দুই পক্ষ একমত হলে কিংবা আলোচনার ভিত্তিতে সমঝোতা হলে তা সিনেটে পাস হতে পারে আগামী ৩১ জুলাই কিংবা ৭ আগস্টের মধ্যে। এরপর আবার সিনেট সদস্যরা ছুটিতে যাবেন। পরবর্তী ছুটিতে যাওয়ার আগেই তা পাস হবে। যদিও এর আগে ডেমক্রেটরা হাউসে হিরোস অ্যাক্ট পাস করে রেখেছেন। সেখানে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত স্টিমুলাস চেক প্রদানের কথাসহ কোন কোন খাতে কী কী সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে বলা হয়েছে। সেখানে জনপ্রতি দুই হাজার ডলার করে স্টিমুলাস চেক দেওয়ার কথা বলা হয়েছে। বেকার ভাতার সঙ্গে ফেডারেল সরকার যে ৬০০ ডলার করে প্রতি সপ্তাহে দিচ্ছে, সেটার সময়সীমা ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। যদিও এখন পর্যন্ত এটাও ঠিক হয়নি দ্বিতীয় স্টিমুলাস চেকের অর্থের পরিমাণ ১২০০ নাকি ২০০০ ডলার হবে। অর্থের পরিমাণ চূড়ান্ত না হলেও এটা প্রায় নিশ্চিত যে আরও একটি স্টিমুলাস চেক আসছে।
এদিকে চতুর্থ ধাপে নিউইয়র্কে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান খুলছে। অন্যান্য স্টেটেও খুলতে শুরু করেছে। করোনা যেসব স্টেটে বেশি, সেখানে রিওপেনিং সেভাবে করা সম্ভব হয়নি। করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। বেশি দিন লকডাউন থাকায় এবং সব প্রতিষ্ঠান বন্ধ থাকায় অর্থনৈতিকভাবে লোকসানের মুখে পড়েছে দেশটি। চাকরি আছে অনেকের, তবে বেকার সংখ্যাও সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে। বেকার ভাতা নিয়েছে অনেক মানুষ। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। অর্থনীতির চাকা সচল করতে এবং বিভিন্ন প্রতিষ্ঠান পুনরায় চালু করার পাশাপাশি এখানকার মানুষ যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সে জন্য সরকার নানা উদ্যোগ নিচ্ছে। এরই অংশ হিসেবে এপ্রিলে বেকার ভাতার সাথে অতিরিক্ত ৬০০ ডলার করে প্রতি সপ্তাহে এবং পরিবারের জন্য জনপ্রতি ১২০০ ডলার ও ১৭ বছরের নিচের বয়সী সদস্যদের জন্য ৫০০ ডলার করে এককালীন অর্থ সহায়তা দিয়েছে ট্রাম্প প্রশাসন। স্টিমুলাস চেক সবাই পাননি। নিম্ন ও মধ্যম আয়ের মানুষ চেক পেয়েছে। এবার স্টিমুলাস চেক ছাড়াও যারা প্যান্ডামিকের সময় জীবন বাজি রেখে কাজ করেছেন, তাদের জন্য থাকতে পারে কিছু সুবিধা। এবারের প্যাকেজে সবার জন্য কিছু না কিছু আসতে পারে।

Manual1 Ad Code
Manual5 Ad Code