প্রচ্ছদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নিউইয়র্ক সিটি পুলিশের সার্জেন্ট জিয়াউল আহছান

  |  ২১:৪৮, এপ্রিল ২৬, ২০২০
www.adarshabarta.com

Manual6 Ad Code

হাকিকুল ইসলাম খোকন, মো:নাসির বাপসনিউজ

Manual8 Ad Code

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশের সার্জেন্ট বাংলাদেশী জিয়াউল আহছান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
চাঁদপুরের কৃতি সন্তান জিয়াউল আহছান ভাষাসৈনিক প্রয়াত অ্যাডভোকেট এএফএম ফজলুল হকের ছেলে। খবর বাপসনিউজ।

Manual3 Ad Code

নিউইয়র্ক সিটি পুলিশ সার্জেন্ট হিসেবে কর্তব্যরত অবস্থায় গত ২ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে আমেরিকার নিউইয়র্কে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জিয়াউল আহছান।
জিয়াউল আহসান ২৫ দিন যাবত করোনার সাথে যুদ্ধ করে ২৬ এপ্রিল বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে জিয়াউল আহছানের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৪৯ বছর। ব্যক্তি জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। তার মৃত্যুতে শোকসন্ত্রস্থ পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। জিয়াউল আহসান চাঁদপুর গনি মডেল হাইস্কুলের এসএসসি ৮৫ ব্যাচের ছাত্র। চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাসের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

এরপর ঢাকার সাভারের বিকেএসপিতে বেশ কিছুদিন শিক্ষকতা করেন তিনি। পরে ১৯৯৭ সালে জিয়াউল আহছান আমেরিকায় পাড়ি জমান। নিউইয়র্কে তিনি স্থায়ীভাবে বসবাসকরা অবস্থায় নিউইয়র্কে সিটি পুলিশ (এনওয়াইপিডি)তে চাকরিতে যোগদান করেন।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code