প্রচ্ছদ

রোটার‍্যাক্ট ক্লাব অব সিলেট এম.সি কলেজ-এর ভার্চুয়াল ক্লাব এসেম্বলি ২০২০ সম্পন্ন

  |  ১১:১৫, জুলাই ১৯, ২০২০
www.adarshabarta.com

Manual6 Ad Code

আদর্শ বার্তা ডেস্ক :

রোটার‍্যাক্ট ক্লাব অব সিলেট এম.সি কলেজ এর সভাপতি রো. মোঃ আলাউর রহমান সবাইকে শুভেচ্ছা জানিয়ে সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে নিয়মিত সভা শুরু করেন। ১৮ জুলাই ২০২০ শনিবার রোটার‍্যাক্ট ক্লাব অব সিলেট এম.সি কলেজ-এর ভার্চুয়াল ক্লাব এসেম্বলি ২০২০ সম্পন্ন হয়েছে।

প্রথমে সভাপতির অনুরোধে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রো. আলভাব হোসাইন।
সমবেত কন্ঠে জাতীয় সংগীত পাঠ শেষে রোটার‍্যাক্ট প্রত্যয় পাঠ করেন রো. রাশিদুল ইসলাম । সভাপতি উপস্থিত সকল রোটারিয়ান, রোটার‍্যাক্টর, ইন্টার‍্যাক্টর ও অতিথিকে পরিচয় করিয়ে দেন।

Manual2 Ad Code

স্বাগত বক্তব্য দেন আইপিপি রোঃ লোকমান হোসাইন বুলবুল ।নবগঠিত কমিটির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, নিম্নলিখিত সকল সম্মানিত সেশন স্পিকারবৃন্দঃ এক্স- রোটার‍্যাক্টর পিপি এস এ এইচ রিমন, পিপি শাহ জামান, রোটারিয়ান পিপি মসিউর রহমান, এক্স-রোটার‍্যাক্টর সাইদুল করিম রেজা, পিপি রুহুল আমিন, পিপি আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পিপি মহসিন, এডিটর রো. আব্দুল আজিজ, কো-এডিটর রো. আব্দুল আজিজ,ক্লাব সার্ভিস ডিরেক্টর রো. শাকিল শাহরিয়ার ফাহিম, প্রোফেশনাল সার্ভিস ডিরেক্টর রো. তানভির মাহফুজ তানিম, ট্রেজারার রো. রাশেদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক রো. কাজল আরিয়ান, সার্জেন্ট-এট-আর্মস রো. রায়হান, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রো.সিহাব, চিফ সার্জন্ট-এট-আর্মস রো. রাকিব,
ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রো. আলভাব, সহ বিএনসিসির ক্যাডেটবৃন্দ, প্রথম আলো ব্ন্ধুসভা, টুরিষ্ট ক্লাবের সদস্যবৃন্দ, ক্লাবের সকল সদস্যবৃন্দ,সভাপতির আহ্বানে বিদায়ী বক্তব্য প্রদান করেন সচিব রো.মাহমুদুল হাসান।

Manual7 Ad Code

সভাপতি রো. মোঃ আলাউর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী নিয়মিত সভার আমন্ত্রণ এর মাধ্যমে “ক্লাব এসেম্বলি ২০২০”এর মূলতবী ঘোষণা করেন।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code