প্রচ্ছদ

নিউইয়র্কে ফাহিম সালেহ বাংলাদেশীকে নিজের বাসায় হত্যা

  |  ১০:৩৯, জুলাই ১৫, ২০২০
www.adarshabarta.com

Manual4 Ad Code

হাকিকুল ইসলাম খোকন / মোঃ নাসির, আমেরিকা থেকে :

Manual5 Ad Code

নিউইয়র্কের লোয়ার ইস্ট ম্যানহাটনে ফাহিম সালেহ নামে ৩৪ বছর বয়সী এক বাংলাদেশী বংশোদভূত যুবককে নিজের বাসায় হত্যার পরে টুকরো টুকরো করে রেখে গেছে হত্যাকারীরা। ১৪ জুলাই দুপুর সাড়ে তিনটার সময়ের ঘটনা। হত্যাকারীকে এখনও ধরতে পারেননি পুলিশ। তবে পুলিশ ভিডিও পেয়েছে। ইলেকট্রিক করাত ব্যবহার করে তাকে হত্যা করেছে ঘাতক। মৃত্যুর আগে একই এলিভেটরে হত্যাকারীর সঙ্গে বাসায় ফিরেছিল যুবকটি। নিউইয়র্ক পোস্টে এ নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক সময়ে আমেরিকার আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্নক অবনতির এটি একটা খন্ড চিত্র।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code